কাছাড় ক্যান্সার হাসপাতালের প্রতিষ্ঠাতা তথা বিশিষ্ট চিকিৎসক পদ্মভূষণ ড. রবি কান্নানের মুকুটে আরও একটি পালক যুক্ত হল
শিলচর : এশিয়ার নোবেল পুরস্কার হিসেবে খ্যাত রেমন ম্যাগসেসে সম্মানে ভুষিত ক্যান্সার বিশেষজ্ঞ ড. রবি কান্নান। কাছাড় ক্যান্সার হাসপাতালের প্রতিষ্ঠাতা তথা বিশিষ্ট চিকিৎসক পদ্মভূষণ ড. রবি কান্নানের মুকুটে আরও একটি পালক যুক্ত হল। এশিয়ার অন্যতন সম্মানের পুরস্কার ৱ্যামন ম্যাগসাই সম্মানে ভুষিত ক্যান্সার বিশেষজ্ঞ ড. রবি কান্নান।
ৱ্যামন ম্যাগসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের ৬৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী হিসেবে তাঁকে এই সম্মান জানানো হচ্ছে। এবার ভারতে তিনিই একা এই পুরস্কার পাচ্ছেন। দেশে চিকিৎসা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাঁকে এই সম্মান দেওয়া হচ্ছে। ড. কান্নানের পাশাপাশি আরও তিনজন এই পুরস্কার পাচ্ছেন।
ইস্ট তিমরের ইউজেনিও লেমস, ফিলিপিন্সের মারিয়ান কলোনেল ফেরের এবং বাংলাদেশের করবি রাখষান্ডকে দেওয়া হবে এবছরের ম্যাগসাই পুরস্কার। এই অঞ্চলে ক্যান্সারের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য ড. কান্নান এই সম্মান পাচ্ছেন। ২০২১ সালে নভেম্বর পদ্মশ্রী পুরস্কার ভূষিত হয়েছিলেন ডাঃ রবি কান্নান।
শিলচর থেকে দ্বীপ দেবের প্রতিবেদন