ময়নাগুড়িতে ফের চিতাবাঘের আতঙ্ক

< 1 - মিনিট |

সোমবার সকালে ময়নাগুড়ি বাজারের উপর দুর্গাবাড়ি মোড়ে একটি ছাগলের ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা, ফের চিতাবাঘের আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

অনিমেষ সাহা

জলপাইগুড়ির ময়নাগুড়িতে ফের চিতাবাঘের আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। সোমবার সকালে ময়নাগুড়ি বাজারের উপর দুর্গাবাড়ি মোড়ে একটি ছাগলের ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। আশপাশে মিলেছে অজানা জন্তুর পায়ের ছাপও। আর এ থেকেই চিতাবাঘের আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বন দফতরের কর্মী এবং ময়নাগুড়ি রোড পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যরা।
বন দফতরের রামশাই মোবাইল রেঞ্জের বিট অফিসার ভূপতি শীল বলেন, ‘প্রাথমিক তদন্তে অনুমান এগুলি চিতাবাঘেরই পায়ের ছাপ।’ ময়নাগুড়ি রোড পরিবেশপ্রেমী সংগঠনের সম্পাদক নন্দু রায় বলেন, ‘বন দফতরের সঙ্গে কথা বলে মাইকিং এবং সচেতনতা শিবিরের আয়োজন করার চেষ্টা করছি।’ প্রসঙ্গত, বেশ কয়েকদিন ধরেই ময়নাগুড়িতে দাপিয়ে বেড়াচ্ছে চিতাবাঘ। ইতিমধ্যেই চিতাবাঘের আক্রমনে জখম হয়েছেন তিনজন। সম্প্রতি শান্তিনগর পাড়া থেকে ঘুম পাড়ানি গুলি করে একটি চিতাবাঘকে আটক করে বন দপ্তর। শান্তিনগর পাড়া, রায়নগর পাড়া, উত্তর মৌয়ামারি, দেবীনগর পাড়া, আনন্দনগর সাহাপাড়ায় দেখা মিলেছে চিতাবাঘের। গোটা ময়নাগুড়ি শহরজুড়ে চিতাবাঘের আতঙ্ক ছড়িয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news