পরিস্থিতি সামাল দিতে পৌঁছয় ময়নাগুড়ি থানার আইসি তমাল দাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী
জলপাইগুড়ির ময়নাগুড়িতে গ্রামীণ হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে বিক্ষোভ। সোমবার হাসপাতালে বিক্ষোভ দেখান মৃতের পরিবার পরিজনেরা।
মৃতের পরিবার জানিয়েছে, ময়নাগুড়ি দাসপাড়ার বাসিন্দা বাদল দাস (৩৬) শারীরিক সমস্যা নিয়ে এদিন সকালে হাসপাতালে ভরতি হন। কিছুক্ষণ পর চিকিৎসক বাদলবাবুকে ছেড়ে দেন। বাড়ি ফিরে বাদলবাবুর ফের অসুস্থ হয়ে পড়েন। তাঁর বুকে যন্ত্রণা শুরু হয়। আবার তাঁকে হাসপাতালে নিয়ে আসেন বাড়ির লোকেরা। পরে হাসপাতালে মৃত্যু হয় বাদলবাবুর। এরপরই বাদলবাবুর পরিবার ও স্থানীয়রা চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন হাসপাতালে। পরিস্থিতি সামাল দিতে পৌঁছয় ময়নাগুড়ি থানার আইসি তমাল দাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। পৌঁছন জলপাইগুড়ির ডিএসপি (ক্রাইম) মনোরঞ্জন ঘোষ-সহঅন্যান্য পুলিশ আধিকারিক