বড়দিন উপলক্ষ্যে চালানো হবে ১২টি বাড়তি মেট্রো।
ক্রিসমাসে যাত্রীদের জন্য বিশেষ উপহার দিল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। বাড়ানো হয় মেট্রোর সংখ্যা। বুধবার বড়দিন উপলক্ষ্যে চালানো হবে ১২টি বাড়তি মেট্রো। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। একইসঙ্গে শেষ মেট্রোর সময়সীমাও পিছিয়ে দেওয়া হয়েছে। কবি সুভাষ (নিউ গড়িয়া) এবং দমদম থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ১১.১০ মিনিটে।
বড়দিন অর্থাত্ ক্রিসমাসে সকাল আটটা থেকে শুরু হয় মেট্রো চলাচল। অন্যান্য দিনের তুলনায় এদিন মেট্রোতে যাত্রীদের সংখ্যাও ছিল অনেকটা বেশি। ছুটি থাকলেও, বেশিরভাগ মানুষই এদিন উত্সবের আমেজে বাড়ি থেকে বেরিয়ে পড়েন। ফলে মেট্রোর সংখ্যা বাড়ায় এবং শেষ মেট্রোর সময়সীমা পিছিয়ে যাওয়ায় খুশি সাধারণ যাত্রীরা। মেট্রো কর্তৃপক্ষকেও অনেকে ধন্যবাদ জানিয়েছেন।