যৌথবাহিনীর অভিযানে কারবি আংলঙে আগ্নেয়াস্ত্র-সহ ধৃত ডিএনএলএ জঙ্গি

< 1 - মিনিট |

সোমবার রাতে জঙ্গি সংগঠনের সশস্ত্র বাহিনীর কর্পোরাল বেসটিং জিডুং ওরফে মাস্টার ওরফে জন ডিমাসা জিডুংকে গ্রেফতার করেছে কারবি আংলং পুলিশ ও ভারতীয় সেনা বাহিনীর ১২ গাড়োয়াল রেজিমেন্ট

কে আর সি টাইমস ডেস্ক

ডিমাসা ন্যাশনাল লিবারেশন আর্মি (ডিএনএলএ) নামের জঙ্গি সংগঠনের বিরুদ্ধে অভিযান তীব্রতর করে তুলেছে ভারতীয় সেনা ও অসম পুলিশ। ডিমা হাসাও এবং কারবি আংলং জেলায় সেনা পুলিশের যৌথ বাহিনী জোরদার অভিযান শুরু করেছে। এরই ভিত্তিতে গোপন সূত্রে প্রাপ্ত এক খবরের ভিত্তিতে সোমবার রাতে কারবি আংলং পুলিশ ও ভারতীয় সেনা বাহিনীর ১২ গাড়োয়াল রেজিমেন্ট এক যৌথ অভিযান চালিয়ে কারবি আংলং জেলার ধনশিরি খেরাবাড়ি থেকে এনএলএল জঙ্গি সংগঠনের সশস্ত্র বাহিনীর কর্পোরাল বেসটিং জিডুং ওরফে মাস্টার ওরফে জন ডিমাসা জিডুংকে গ্রেফতার করেছে। ধৃত জঙ্গির কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল, একটি ম্যাগাজিন, ৩ রাউন্ড সক্রিয় গুলি উদ্ধার করেছে যৌথবাহিনী।

ধৃত বেসটিং জিডুং প্রথমে ইউপিএলএফ জঙ্গি সংগঠনের সদস্য ছিল। কারবি আংলং পুলিশ সূত্রে জানা গেছে, বেসটিং ২০১৪ সালে ইউপিএলএফ জঙ্গি সংগঠনে যোগ দিয়ে ২০১৬ সালে সে পুলিশের কাছে আত্মসমর্পণ করে। তারপর চলতি বছরের জানুয়ারি মাসে আবার ডিএনএলএ জঙ্গি সংগঠনে যোগ দেয় বেসটিং জিডুং। বর্তমানে জঙ্গি সংগঠনটির কর্পোরাল ছিল বেসটিং এবং তার ব্যাজ নম্বর ছিল ১৯৯১।

পুলিশ জানিয়েছে, ধৃত বেসটিং জিডুং বর্তমানে ডিএনএলএ জঙ্গি সংগঠনে নতুন সদস্য অন্তর্ভুক্তি-সহ জঙ্গলে নতুন ক্যাডারদের অস্ত্রের প্রশিক্ষণ দেওয়ার কাজে নিয়োজিত ছিল। তাছাড়া এনএসসিএন (আইএম)-কে অস্ত্র সরবরাহও করত। এই বেসটিং জিডুং-এর জন্য এনএসসিএন (আইএম)-এর হেব্রন ক্যাম্পে ডিএনএলএ-র কিছু জঙ্গি নেতা আশ্রয় নিয়েছে বলে কারবি আংলং পুলিশ জানিয়েছে। গত লোকসভা নির্বাচনের আগে বেসটিং জিডুং ডিমাসাদের অধিকার আদায়ে এবং ডিমাসা জনগোষ্ঠীর সুরক্ষা ও কৃষ্টি সংস্কৃতি পরিচয় বাঁচিয়ে রাখতেই ডিমাসা ন্যাশনাল লিবারেশন আর্মি আত্মপ্রকাশ করে বলে এক ভিডিও প্রকাশ করেছিল। ওই ভিডিও প্রকাশের পরই বেসটিং জিডুং-এর খোঁজে ছিল সেনা ও পুলিশ। অবশেষে সোমবার রাতে ধনশিরি খেরাবাড়ি থেকে বেসটিংকে গ্রেফতার করে সেনা ও পুলিশের যৌথবাহিনী।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news