রবিবার সকালে শিলচর ডি.এস.এ-তে আসাম সরকারের খেল মহারণের রেজিস্ট্রেশন ডেক্স বসানো হয়

< 1 - মিনিট |

বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন,এই প্রথমবারের মতো খেলার উপরে গুরুত্ব রেখে রাজ্যে খেল মহারণ উৎসবের আয়োজন করা হয়েছে

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : রবিবার সকালে শিলচর ডি.এস.এ-তে আসাম সরকারের খেল মহারণের রেজিস্ট্রেশন ডেক্স বসানো হয়েছে।এতে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত হন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী,শিলচর ডি.এস.এ- সভাপতি শিবব্রত দত্ত,সহ-সভাপতি অজয় চক্রবর্তী, সচিব অতনু ভট্টাচার্য্য, সহ-সম্পাদক দেবাশীষ সোম,আশীষ চক্রবর্তী,নির্মাল্য নাথ,হকি সচিব সুদর্শন চৌধুরী,প্রীতম দাস সহ আরো অন্যান্যরা।

এদিন বক্তব্যে বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন,এই প্রথমবারের মতো খেলার উপরে গুরুত্ব রেখে রাজ্যে খেল মহারণ উৎসবের আয়োজন করা হয়েছে,এতে প্রত্যেক গ্ৰাম থেকে শুরু করে শহর ও শহর থেকে জেলা ও থেকে রাজ্য পর্যায়ে কোকো, ফুটবল, ভলিবল, কবাডি, অ্যাটলেটিক্স মোট পাঁচটি খেলা অনুষ্ঠিত হবে।এই খেল প্রতিযোগীতায় অনূর্ধ্ব ১৯ বছরের ছেলে-মেয়ে প্রতিযোগীরা অংশ গ্ৰহন করবে, কেবল কোকো ও ভলিবলে প্রতিযোগীতায় মেয়েরা অংশ গ্ৰহন করতে পারবেন না।

সভাপতি শিবব্রত দত্ত বলেন, আসামের মুখ্যমন্ত্রী ডাঃ হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রাজ্যে খেলাধূলার উপর বিশেষভাবে গুরুত্ব রেখে খেল মহারণ ক্রিয়া উৎসবের সূচনা হয়েছে এবং এই উৎসবে সবের নাম নথিভুক্ত করা যাবে। সচিব অতনু ভট্টাচার্য্য বলেন, সরকারের এই খেল মহারণ ক্রিয়া উৎসবকে সফল করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন দেবাশীষ সোম।

KRC TIME ADVERTISEMENT

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *