রাজদীপ-দীপায়নের ডিএনএতে নেই জনগণের স্বার্থে কাজ করার গুণ-সাংসদ সুস্মিতা দেব

< 1 - মিনিট |

জেলাশাসক, পুলিশসুপারের কার্যালয়ের সহ বিভিন্ন সরকারি কার্যালয়ের বহু বছর ধরে জমে থাকা কর আদায় করা হোক

অজিত দাস

রাজদীপ-দীপায়নের ডিএনএতে নেই জনগণের স্বার্থে কাজ করার গুণ। তারা রাজনীতিতে পাবলিক সার্ভিস নয় সেলফ সার্ভিসের জন্য এসেছে, এমনটাই বললেন সাংসদ সুস্মিতা দেব।

শিলচর পুরসভার সেলফ অ্যাসেসমেন্ট ফোন জমা দেওয়ার নির্দেশের বিরুদ্ধে শুক্রবার গর্জে উঠেন তৃণমূল নেত্রী। তিনি জেলাশাসক রোহন কুমার ঝা-য়ের সঙ্গে দেখা করেছেন এবং কাছাড় জেলার অভিভাবক মন্ত্রী জয়ন্তমল্ল বড়ুয়ার সঙ্গে ফোনে কথা বলেছেন।

বিজ্ঞাপন

তার অভিযোগ, নির্বাচিত পুরবোর্ডের অনুপস্থিতিতে জনগণের অভিমত না এমন সিদ্ধান্ত নিতে পারেনা শিলচর পুরসভা। এর বিরুদ্ধে আগামীতে তীব্র আন্দোলন গড়ে তোলার হুমকি দিয়েছেন সুস্মিতা। প্রয়োজনে বিভিন্ন সরকারি অফিস, যেগুলো বহুদিন ধরে পুরসভার কর দিচ্ছে না, সেগুলো ঘেরাও করবেন সুস্মিতা।

তিনি জেলাশাসকের উদ্দেশ্যে বলেছেন, জনগণের কাছ থেকে কর আদায় করার আগে জেলাশাসক, পুলিশসুপারের কার্যালয়ের সহ বিভিন্ন সরকারি কার্যালয়ের বহু বছর ধরে জমে থাকা কর আদায় করা হোক।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news