জোড়-বিজোড় নীতি প্রত্যেকের সুবিধার জন্য: মণীশ সিসোদিয়া
রাজধানীর বায়ু দূষণই। ‘মারাত্মক’-ও বলা চলে। দিল্লির মানুষজনকে বায়ুদূষণ থেকে স্বস্তি দিতে ৪ নভেম্বর, সোমবার থেকে রাজধানীতে চালু হয়েছে জোড়-বিজোড় নীতি। জোড়-বিজোড় নীতি চালু থাকবে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত। জোড়-বিজোড় নীতি প্রসঙ্গে সোমবার দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া বলেছেন, ‘খড় পোড়ানোর কারণে উত্তর ভারতজুড়ে ধোঁয়াশা রয়েছে, এখন আমরা কিছুই করতে পারব না। কিন্তু, আমরা যদি আগামী ১০ দিন জোড়-বিজোড় নীতি অনুসরণ করি, তাহলে কিছুটা স্বস্তি পাওয়া যাবে।’ দিল্লির উপ-মুখ্যমন্ত্রীর কথায়, ‘প্রত্যেকের সুবিধার জন্যই এই নীতি চালু করা হয়েছে।’ এদিন সকালে নিজের বাসভবন থেকে সাইকেল চালিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দেন দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। গত কয়েকদিনের মতো সোমবার সকালেও ঘন কুয়াশা ও ধোঁয়াশার চাদরে ঢাকা ছিল রাজধানী দিল্লি। ধোঁয়াশার কারণে দৃশ্যমানতা একেবারে কমে যাওয়ায় সমস্যায় পড়েন গাড়ি চালকরা। এদিন সকালে দিল্লির লোধি রোড এলাকায় বাতাসে গুণগত মানের সূচক (একিউআই) ছিল ৫০০। দিল্লির আইটিও এলাকায় একিউআই ছিল ৪৩৪। দিল্লির পাশাপাশি উত্তর প্রদেশও ধোঁয়াশায় ঢাকা ছিল। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার সকালে উত্তর প্রদেশের আনন্দ বিহারে বাতাসে গুণগত মানের সূচক ছিল ৪৯১। কানপুরে একিউআই ছিল ৩৯২।