রাজভবনে ‘আটকে’ বিল, ২দিনের জন্য বিধানসভার অধিবেশন স্থগিত

< 1 - মিনিট |

মঙ্গলবার বিধানসভার অধিবেশন শেষে বিমান বন্দ্যোপাধ্যায় কক্ষে ঘোষণা করেন, রাজ্যপাল কোনও বিল সই করছেন না। তাই বুধ ও বৃহস্পতিবার বিধানসভায় আলোচনা করার মত কোনও বিষয় নেই । ফলে ২ দিনের জন্য বিধানসভার অধিবেশন মুলতুবি করা হল । ফলে বিধানসভার অধিবেশন আবার বসবে শুক্রবার ।

কে আর সি টাইমস ডেস্ক

রাজভবনে ‘আটকে’ বিল, তাই  ২দিনের জন্য বিধানসভার অধিবেশন স্থগিত। রাজ্যপাল প্রস্তাবিত বিলে সই করছেন না, এই কারণ দেখিয়ে ২ দিনের জন্য বিধানসভার অধিবেশন মুলতুবি করে দিলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। আগামীকাল ও পরশু বসবে না বিধানসভার অধিবেশন। আর সেজন্য কার্যত রাজ্যপালের ঘাড়ে দায় ঠেললেন অধ্যক্ষ । রাজ্যপাল জগদীপ ধনকর অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন । তার প্রতিক্রিয়া রাজভবন সংবিধান মেনেই চলছে ।  আর রাজ্য সরকার কোনও রেল গাড়ি নয় ।  

মঙ্গলবার বিধানসভার অধিবেশন শেষে বিমান বন্দ্যোপাধ্যায় কক্ষে ঘোষণা করেন, রাজ্যপাল কোনও বিল সই করছেন না। তাই বুধ ও বৃহস্পতিবার বিধানসভায় আলোচনা করার মত কোনও বিষয় নেই । ফলে ২ দিনের জন্য বিধানসভার অধিবেশন মুলতুবি করা হল । ফলে বিধানসভার অধিবেশন আবার বসবে শুক্রবার । 

এরাজ্যের রাজ্যপালের দায়িত্বে আসার পর থেকেই ধীরে ধীরে চরমে পৌঁছেছে রাজ্য- রাজ্যপাল সংঘাত । যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বাবুল সুপ্রিয়কে উদ্ধার পর্ব থেকে সাম্প্রতিক রাজ্যপালের জেলাসফর, সব কিছুই না পসন্দ রাজ্য সরকারের। এমনকী রাজ্যপালের পদের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস ।  শাসকদলের অভিযোগ, রাজ্য সরকারের পাঠানো বিলে সই করছেন না রাজ্যপাল। ফলে সেই বিল পেশ করা যাচ্ছে না বিধানসভায়। সাংবিধানিক পদ্ধতি মেনে বিধানসভায় বিল পেশের আগে তাতে রাজ্যপালের স্বাক্ষর বাধ্যতামূল । তৃণমূলের দাবি, রাজভবনে বিল আটকে থাকায় বাধা পাচ্ছে বিধানসভার অধিবেশন । 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news