দেশের তরুণতম প্রধানমন্ত্রীর ৭৫ তম জন্মদিনকে মহা সমারোহে পালন করার জন্য প্রতি রাজ্যের কংগ্রেস নেতৃত্বকে দফায় দফায় নির্দেশ পাঠিয়েছে এআইসিসি
বেঁচে থাকলে এই ২০ আগস্ট পঁচাত্তর হতেন তিনি। প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মবার্ষিকীতে মঙ্গলবার সকালেই বীরভূমিতে গিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাহুল, প্রিয়াঙ্কা ও সোনিয়া গান্ধী। রাহুল, প্রিয়াঙ্কা ও সোনিয়া ছাড়াও বীরভূমিতে গিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, গুলাম নবী আজাদ, ভূপিন্দর সিং হুডা এবং আহমেদ প্যাটেল প্রমুখ।
জন্মবার্ষিকীতে রাজীব-স্মরণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। মঙ্গলবার সকালে মাইক্রোব্লগিং সাইট টুইটারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেন, ‘জন্মবার্ষিকীতে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী রাজীব গান্ধীকে শ্রদ্ধার্ঘ্য।’ বেঁচে থাকলে আজ ৭৫ বছর বয়স হত রাজীব গান্ধীর। রাজীব গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার দেশের বিভিন্ন রাজ্যে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নতুন করে উজ্জীবিত হওয়ার জন্য এখন রাজীবের ভাবমূর্তিকেই সামনে রাখছেন সোনিয়া-রাহুল, এমনই মত রাজনৈতিক মহলের। দেশের তরুণতম প্রধানমন্ত্রীর ৭৫ তম জন্মদিনকে মহা সমারোহে পালন করার জন্য প্রতি রাজ্যের কংগ্রেস নেতৃত্বকে দফায় দফায় নির্দেশ পাঠিয়েছে এআইসিসি।