ফের পাক সেনাবাহিনীর নিশানায় জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলা
সংঘর্ষ-বিরতি চুক্তি লঙ্ঘন করে পুনরায় আক্রমণ শানাল পাকিস্তানি সেনাবাহিনী। ফের পাক সেনাবাহিনীর নিশানায় জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলা। বুধবার সকাল সাতটা থেকে জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার কেরি গ্রামে গুলিবর্ষণ করে পাক সেনাবাহিনী। নিয়ন্ত্রণরেখা বরাবর অবস্থিত ভারতীয় সেনাবাহিনীর ছাউনির পাশাপাশি জনবসতিপূর্ণ এলাকা লক্ষ্য করে গুলি চালাতে প্রতিবেশী রাষ্ট্রের সেনাবাহিনী। কালবিলম্ব না করে পাক সেনাবাহিনীকে যোগ্য জবাব ফিরিয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, বুধবার সকাল সাতটা থেকে জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার কেরি গ্রামে সংঘর্ষ-বিরতি ভেঙে গুলিবর্ষণ করে পাকিস্তানি সেনাবাহিনী। পাল্টা গুলি চালিয়ে যোগ্য জবাব ফিরিয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। এদিনের পাক-হামলায় ভারতীয় ভূখণ্ডে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে, পাক সেনাবাহিনীর লাগাতার হামলার জেরে আতঙ্কের মধ্যে রয়েছেন নিয়ন্ত্রণরেখা বরাবর গ্রামে বসবাসকারী সাধারণ মানুষজন।