রাজ্যজুড়ে সাড়ম্বরে উদযাপিত হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৯ তম জন্মদিবস

< 1 - মিনিট |

‘লহ হে প্রণাম’ বিশ্বকবি রবি ঠাকুরের ১৫৯ তম জন্মদিবস পালিত হচ্ছে স্বমহিমায় কলকাতা সহ পশ্চিম বঙ্গের বিভিন্ন প্রান্তে।

কে আর সি টাইমস ডেস্ক

‘লহ হে প্রণাম’ বিশ্বকবি  রবি ঠাকুরের ১৫৯ তম জন্মদিবস পালিত হচ্ছে স্বমহিমায় কলকাতা সহ পশ্চিম বঙ্গের বিভিন্ন প্রান্তে।  মানুষের মধ্যে সম্প্রীতি রক্ষার বাণীকে মূলমন্ত্র করে এদিন রাজ্যের  শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন প্ৰতিষ্ঠানে রবীন্দ্র কবিতা, গান, ও প্রবন্ধ আলোচনার  মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে কবি প্রণামের অনুষ্ঠান।  গোটা রাজ্যে ২৫ শে বৈশাখের এই অনুষ্ঠানে সমাবেত হয়েছে অধিকাংশ রবীন্দ্রানুরাগী মানুষ। লোকসভা নির্বাচনের ব্যস্ততার মধ্যেও কবি গুরুর জন্মদিন কে কেন্দ্র করে রাজ্যবাসীর উন্মাদনার কোনও ঘাটতি নেই।  সমস্ত স্তরের মানুষকে ধর্মনিরপেক্ষভাবে ঐক্যবদ্ধ  রাখার শপথ নিয়ে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংঘটনের পক্ষ থেকে আজ সকাল থেকেই কলকাতায় পদযাত্রা বের করা হয়েছে। রবীন্দ্রসদন সহ জোঁড়াসাঁকোর ঠাকুর বাড়িতেও সাড়ম্বরে পালিত হচ্ছে কবি প্রণামের অনুষ্ঠান। রাজ্যের তথ্যও সংস্কৃতি দফতর এই দিনটি পালনের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে। এছাড়াও বাঙালির  প্রাণের কবির জন্ম বার্ষিকী স্বমহিমায় যথোচিত মর্যাদার সঙ্গে পালিত হচ্ছে শান্তিনিকেতন ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণেও।

কচিকাচা থেকে প্রাক্তন সকলেই নাচ, গান, আবৃতি, অভিনয়  প্রভৃতির কলার প্রদর্শনের মধ্য দিয়ে এই বিশেষ দিনটিতে তাঁদের

 ঠাকুরের আরাধনায় ব্যস্ত। সকাল থেকেই সমস্ত রাজ্য মুখরিত হচ্ছে কবিসৃষ্ট সুর ও ধ্বনিতে। এর পাশাপাশি  বাঙালির মননে নিয়োজিত কবি গুরুর সেই অমোঘ বাণী’চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির,

জ্ঞান যেথা মুক্ত” সর্বত্র  ছড়িয়ে পড়ছে প্রাসঙ্গিকতার আখ্যান নিয়ে ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news