রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পেশ করার পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ‘পাকিস্তান এবং বর্তমানে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের জনসংখ্যার প্রায় ২০ শতাংশ হ্রাস পেয়েছে। তাঁদের হয়তো খুন করা হয়েছে অথবা ভয়ে ভারতে এসে তাঁরা আশ্রয় নিয়েছেন।’
লোকসভায় অনায়াসেই পাশ হয়ে গিয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল (সিএবি)। এবার অগ্নি পরীক্ষায় রাজ্যসভায়। বুধবার দুপুর বারোটা নাগাদ রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পেশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পেশ করার পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ‘পাকিস্তান এবং বর্তমানে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের জনসংখ্যার প্রায় ২০ শতাংশ হ্রাস পেয়েছে। তাঁদের হয়তো খুন করা হয়েছে অথবা ভয়ে ভারতে এসে তাঁরা আশ্রয় নিয়েছেন।’
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন, ‘নাগরিকত্ব সংশোধনী বিলকে ভারতীয় মুসলিম বিরোধী বলে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। আমি জানতে চাই এই বিল কীভাবে ভারতীয় মুসলিমদের সঙ্গে সম্পর্কিত? তাঁরা ভারতীয় নাগরিক এবং সর্বদা ভারতীয় নাগরিকই থাকবেন, তাঁদের প্রতি কোনও বৈষম্য নয়।’ ভারতীয় মুসলিমদের আশ্বস্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘এই বিল নিয়ে ভয় পাওয়ার কোনও দরকার নেই ভারতীয় মুসলিমদের। আপনাদের কেউ ভয় দেখানোর চেষ্টা করলেও, ভয় পাবেন না। সংবিধান অনুযায়ী কাজ করছে নরেন্দ্র মোদী সরকার, সংখ্যালঘুরা সম্পূর্ণরূপে সুরক্ষা পাবেন।’