ডেপুটি কমিশনারের পদবীও জেলা কমিশনার হিসেবে পরিবর্তন
শিলচর -আসাম সরকার রাজ্যের বিভিন্ন স্থানে থাকা ডিভিশনেল কমিশনারের পদটি অবলুপ্ত বলে করেছেন। রাজ্যের সাধারণ প্রশাসন বিভাগের প্রধান সচিব অবিনাশ যোশীর সোমবার স্বাক্ষরিত এক আদেশে বলা হয়েছে যে ডিভিশনাল কমিশনারের কার্যালয়ের কর্মচারী গন সংশ্লিষ্ট জেলার জেলা শাসকের সঙ্গে যুক্ত হবেন। এছাড়া কমিশনার দের ওপর ন্যস্ত দায়িত্ব এখন থেকে সাধারণ প্রশাসনের আয়ুক্ত সচিব/ প্রধান সচিব দেখাশুনা করবেন বলে এই আদেশে বলা হয়েছে। অপর এক আদেশে রাজ্যের ডেপুটি কমিশনার দের পদবী পরিবর্তন করে জেলা কমিশনার করা হয়েছে।