লোকসভা নির্বাচনের ফল প্রকাশের সাথে সাথেই রাজ্যে শুরু হয়েছে অরাজকতা| ধীরে ধীরে অবস্থা চলে যাচ্ছে হাতের বাইরে| এই অবস্থায় আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার রাজ্যের শাসক দল সহ শাসক বিরোধী তিনটি দলকে বৈঠকে ডাকলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৪টেয় বিজেপি, তৃণমূল, সিপিএম ও কংগ্রেসকে আমন্ত্রণ জানানো হয়েছে রাজভবনে। রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি বৈঠকে আলোচনা হতে পারে বলে খবর। রাজভবনের […]
লোকসভা নির্বাচনের ফল প্রকাশের সাথে সাথেই রাজ্যে শুরু হয়েছে অরাজকতা| ধীরে ধীরে অবস্থা চলে যাচ্ছে হাতের বাইরে| এই অবস্থায় আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার রাজ্যের শাসক দল সহ শাসক বিরোধী তিনটি দলকে বৈঠকে ডাকলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৪টেয় বিজেপি, তৃণমূল, সিপিএম ও কংগ্রেসকে আমন্ত্রণ জানানো হয়েছে রাজভবনে। রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি বৈঠকে আলোচনা হতে পারে বলে খবর। রাজভবনের তরফ থেকে এক বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয় বুধবার|
জানা যায়, প্রথমে রাজ্যে সর্বদলীয় বৈঠকের কথা ভাবা হলেও, পরবর্তী সময়ে প্রধান চারটি দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস, বিজেপি, কংগ্রেস, সিপিএমের প্রধান চার নেতাকেই আমন্ত্রণ জানানো হয়েছে৷ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পার্থ চট্টোপাধ্যায়, বিজেপির দিলীপ ঘোষ, সিপিএমের সূর্যকান্ত মিশ্র এবং কংগ্রেসের পক্ষ থেকে সোমেন মিত্র এই বৈঠকে উপস্থিত থাকবেন বলে রাজভবন সুত্রে খবর|
রাজ্যে এক প্রকার জরুরি অবস্থা জারি হয়েছে এই মুহুর্তে|নিমতা থেকে শুরু করে সন্দেশখালি, তারপর এই এনআরএস কাণ্ড এমনই বিচ্ছিন্ন ঘটনায় নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে রাজ্যে| এই পরিস্থিতিতে কিভাবে মোকাবিলা করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা চলতে পারে আগামীকালের এই বৈঠকে এমনটাই সূত্রের খবর৷