রাজ্যের মিডডে মিলের তালিকায় মাছ

< 1 - মিনিট |

নবান্ন থেকে জানিয়ে দেওয়া হয়েছে কোনদিন মিড ডে মিলে কী খাবার দিতে হবে। বলা হয়েছে ভাতের সঙ্গে শিক্ষার্থীদের পাতে থাকতে হবে পুষ্টিকর খাবার৷ তদারকিতে নেমে এবার মেনুতে এল পরিবর্তন। এবার মিড ডে মিলে ডিমের সঙ্গে জুটবে মাছ। তালিকায় রাখা হয়েছে ডিম, সোয়াবিনের তরকারি, আলুপোস্তের মত পদকে৷

কে আর সি টাইমস ডেস্ক

মিডডে মিল ঘিরে একের পর এক বিতর্ক লেগেই আছে৷ কোথাও কোথাও মিডডে মিলে স্কুলের শিক্ষার্থীদের জন্য জুটছে শুধু নুন ভাত৷ কোনো কোনো স্কুলে আর্সেনিকের জল দিয়েই মিডডে মিলের রান্না করা হচ্ছে৷ সব মিলিয়ে প্রশ্ন উঠছে পড়ুয়াদের স্বাস্থ্য নিয়ে৷

সম্প্রতি হুগলির একটি স্কুলে মিড ডে মিলে নুন ভাত নিয়ে তোলপাড় হয়েছে রাজ্যে। ঘটনার পর থেকে নড়েচড়ে বসে রাজ্য প্রশাসন। তড়িঘড়ি রাজ্যের সমস্ত স্কুলের মিড ডে মিল নিয়ে তদারকিতে নেমে পড়ে প্রশাসন।

এবার এই সমস্যা সমাধান করতে মেনুতে হস্তক্ষেপ করল রাজ্য় সরকার৷ শুক্রবার মিড ডে মিলের মেনু বেঁধে দেওয়া হল। নবান্ন থেকে জানিয়ে দেওয়া হয়েছে কোনদিন মিড ডে মিলে কী খাবার দিতে হবে। বলা হয়েছে ভাতের সঙ্গে শিক্ষার্থীদের পাতে থাকতে হবে পুষ্টিকর খাবার৷ তদারকিতে নেমে এবার মেনুতে এল পরিবর্তন। এবার মিড ডে মিলে ডিমের সঙ্গে জুটবে মাছ। তালিকায় রাখা হয়েছে ডিম, সোয়াবিনের তরকারি, আলুপোস্তের মত পদকে৷ সরকার সাত দিন সময় দিয়েছে স্কুল গুলিকে তার মধ্যেই এই নির্দেশ কার্যকর করতে হবে বলে জানানো হয়েছে৷

সম্প্রতি রাজ্যে মিড ডে মিল নিয়ে বিতর্কের হার দিন দিন বেড়েই চলেছে৷ এতে কপালে ভাঁজ ফেলেছে মুখ্যমন্ত্রীর৷। মিড ডে মিলের তদারকির জন্য একটি দল গঠন করা হয়েছে। সেই দল জেলার স্কুলগুলিতে গিয়ে রিপোর্ট সংগ্রহ করে তা জমা দেবে শিক্ষা দফতরে। রাজ্যের মধ্যে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই এই প্রকল্প চালু হতে চলেছে, এমনই খবর পাওয়া গেছে৷

তবে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুলের শিক্ষক শিক্ষিকাদের প্রশ্ন বর্তমানে মিড ডে মিলের ছাত্র-ছাত্রীদের জন্য চাল বাদে বরাদ্দ মাথাপিছু ৪টাকা ৪৮ পয়সা এবং ৬ টাকা ৭১ পয়সা। এই অল্প অর্থে কীভাবে ছাত্রছাত্রীদের পাতে রাজ্য সরকারের নির্ধারিত মেনু মেনে খাবার দেওয়া সম্ভব৷

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news