লামডিঙে বহু পরিমাণে বাৰ্মিজ সুপারি জব্দ
লামডিং প্রতিনিধি: নিন্মগামী ১৫৯০৯ অবোধ আসাম এক্সপ্ৰেছ রেল টির এসি এ-১ ডাবার থেকে প্ৰায় ৪৪৭ কেজি বাৰ্মিজ সুপারি জব্দ।
👉 বিগত কিছু দিন ধরে লামডিং রেল আরক্ষী বহু পরিমাণে জব্দ করছে নিষিদ্ধ বাৰ্মিজ সুপাৰী ৷
👉দিন রাত রেল আরক্ষীর চোখের সন্মুখে রেলে সরবরাহ হছে বাৰ্মিজ সুপারি।
👉রেল আরক্ষীক ও যেন ভয় করেনা সরবরাহ কারি ।
👉ডিমাপুর থেকে হোজাই পাচার করা হচ্ছিলো বলে সন্দেহ করা হয় ।
👉জব্দ করা সুপারি গুলোর বাজার মূল্য প্ৰায় দুই লক্ষাধিক টকা ৷
Advertisement