এই পদে সিআইডি র পুলিশ সুপার প্রনব জ্যোতি গোস্বামীকে নিযুক্তি
শিলচর – আসাম পুলিশ সার্ভিসের প্রনব জ্যোতি গোস্বামীকে রাজ্য পুলিশের মূখ্য জনসংযোগ অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বর্তমানে গুয়াহাটিতে সিআইডি (আইন) বিভাগের পুলিশ সুপার পদে কর্মরত রয়েছেন। রাজ্য স্বরাষ্ট্র বিভাগের এক আদেশে এখবর জানানো হয়েছে। উল্লেখ্য যে ইতিপূর্বে জনসংযোগ বিভাগের উপ সঞ্চালক রত্ ন সাউদ কে এই পদে নিয়োগ করা হয়েছিল কিন্তু তিনি ওই পদে যোগ দেন নি।