রানওয়েতে পিছলে ফ্লোরিডার নদীতে পড়ে গেল বোয়িং ৭৩৭, অক্ষত ১৩৬ জন যাত্রী

< 1 - মিনিট |

অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন বোয়িং ৭৩৭ বিমানের ১৩৬ জন যাত্রী

কে আর সি টাইমস ডেস্ক

অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন বোয়িং ৭৩৭ বিমানের ১৩৬ জন যাত্রী| স্থানীয় সময় অনুযায়ী শুক্রবার রাতে আমেরিকার ফ্লোরিডার জ্যাকসনভিল বিমানবন্দর অবতরণের পরই রানওয়েতে পিছলে গিয়ে ফ্লোরিডার সেন্ট জন’স নদীতে পড়ে যায় বোয়িং ৭৩৭ বিমান| বিমান যাত্রী ও ক্রু মেম্বার-সহ ১৩৬ জন ওই বিমানে ছিলেন| জ্যাকসনভিল নৌ এয়ার স্টেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বোয়িং ৭৩৭ বিমানের ১৩৬ জন যাত্রীই অক্ষত আছেন| তবে, বিমানের দু’জন যাত্রীর সামান্য আঘাত লেগেছে|
পুলিশ জানিয়েছে, মায়ামি ইন্টারন্যাশনাল সংস্থার বিমানটি কিউবার গুয়ান্তানামো বে-র নৌসেনা ঘাঁটি থেকে ফ্লোরিডার দিকে রওনা দিয়েছিল| স্থানীয় সময় অনুযায়ী রাত ৯.৪০ মিনিট নাগাদ ফ্লোরিডার জ্যাকসনভিল বিমানবন্দরে অবতরণ করার পরই রানওয়ে থেকে পিছলে সেন্ট জন’স নদীতে পড়ে যায় বিমানটি| জ্যাকসনভিলের মেয়র টুইট করে জানিয়েছেন, বিমানের সমস্ত যাত্রীই সুরক্ষিত আছেন| বড়সড় দুর্ঘটনার থেকে ১৩৬ জন যাত্রী বাঁচলেও, দু’জন যাত্রী আহত হয়েছেন|

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news