অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন বোয়িং ৭৩৭ বিমানের ১৩৬ জন যাত্রী
অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন বোয়িং ৭৩৭ বিমানের ১৩৬ জন যাত্রী| স্থানীয় সময় অনুযায়ী শুক্রবার রাতে আমেরিকার ফ্লোরিডার জ্যাকসনভিল বিমানবন্দর অবতরণের পরই রানওয়েতে পিছলে গিয়ে ফ্লোরিডার সেন্ট জন’স নদীতে পড়ে যায় বোয়িং ৭৩৭ বিমান| বিমান যাত্রী ও ক্রু মেম্বার-সহ ১৩৬ জন ওই বিমানে ছিলেন| জ্যাকসনভিল নৌ এয়ার স্টেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বোয়িং ৭৩৭ বিমানের ১৩৬ জন যাত্রীই অক্ষত আছেন| তবে, বিমানের দু’জন যাত্রীর সামান্য আঘাত লেগেছে|
পুলিশ জানিয়েছে, মায়ামি ইন্টারন্যাশনাল সংস্থার বিমানটি কিউবার গুয়ান্তানামো বে-র নৌসেনা ঘাঁটি থেকে ফ্লোরিডার দিকে রওনা দিয়েছিল| স্থানীয় সময় অনুযায়ী রাত ৯.৪০ মিনিট নাগাদ ফ্লোরিডার জ্যাকসনভিল বিমানবন্দরে অবতরণ করার পরই রানওয়ে থেকে পিছলে সেন্ট জন’স নদীতে পড়ে যায় বিমানটি| জ্যাকসনভিলের মেয়র টুইট করে জানিয়েছেন, বিমানের সমস্ত যাত্রীই সুরক্ষিত আছেন| বড়সড় দুর্ঘটনার থেকে ১৩৬ জন যাত্রী বাঁচলেও, দু’জন যাত্রী আহত হয়েছেন|