৪২টি রাষ্ট্রায়ত্ত্ব সংস্থাকে বাঁচানো ছাড়াও, ‘শিল্প বাঁচাও, শ্রমিক বাঁচাও’ নিয়েও সরব হন তৃণমূল সাংসদরা| উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র, মানস ভুঁইঞা, সৌগত রায়, প্রতিমা মণ্ডল, মণীশ গুপ্তা, ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন প্রমুখ
দ্বিতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে প্রস্তাবিত ৪২টি রাষ্ট্রায়ত্ত্ব সংস্থার বিলগ্নীকরণের প্রতিবাদে সংসদ চত্বরে গান্ধীমূর্তির পাদদেশে ধর্না প্রদর্শন করলেন তৃণমূল সাংসদরা| ৪২টি রাষ্ট্রায়ত্ত্ব সংস্থাকে বাঁচানো ছাড়াও, ‘শিল্প বাঁচাও, শ্রমিক বাঁচাও’ নিয়েও সরব হন তৃণমূল সাংসদরা| উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র, মানস ভুঁইঞা, সৌগত রায়, প্রতিমা মণ্ডল, মণীশ গুপ্তা, ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন প্রমুখ|প্রত্যেকই হাতে প্ল্যাকার্ড নিয়ে সংসদ চত্বরে গান্ধী মূর্তির পাদদেশে ধর্না প্রদর্শন করেন| প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘৪২টি রাষ্ট্রায়ত্ত্ব সংস্থাকে বাঁচাও, ‘শিল্প বাঁচাও শ্রমিক বাঁচাও’ প্রভৃতি| এদিনই সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় জিরো আওয়ারে নোটিস দেন তৃণমূল সাংসদ দোলা সেন| আবার ৩ কোটি ছাত্রের ফেসবুক তথ্যের সঙ্গে সংযোগ স্থাপন প্রস্তাবের প্রতিবাদে রাজ্যসভায় নোটিস দেন তৃণমূল সাংসদ মণীশ গুপ্তা|