সলমন খুরশিদ বলেছেন, “তিনি দলের সভাপতির পদ ছেড়ে দিয়েছেন। তিনি আমাদের নেতাই থাকছেন। সোনিয়া গান্ধীও আর সভাপতি নন, তবে তিনিও আমাদের নেত্রী
আনুষ্ঠানিকভাবে কংগ্রেস পার্টির সভাপতিত্ব থেকে ইস্তফা দিলেন রাহুল গান্ধী। লোকসভা নির্বাচনে হারের জন্য সভাপতি হিসাবে নিজেকেই দায়ী করে বুধবার পদত্যাগের কারণ স্পষ্ট করেছেন তিনি। তাঁর সিদ্ধান্তে দুঃখপ্রকাশ করেছেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস দলের নেতা সলমন খুরশিদ। ‘পরিবারতান্ত্রিক দলের এই ব্যাপারে আমাদের কোনও ভূমিকা নেই’, বলে জানলেন বিজেপি নেতা নলীন কোহলি।
নিজের সিদ্ধান্তের ব্যাপারে চার পাতার একটি চিঠি টুইট করে এদিন রাহুল গান্ধী জানিয়েছেন, “কংগ্রেস পার্টির সভাপতি হিসাবে ২০১৯ এর লোকসভা নির্বাচনে হারের জন্য আমি দায়ী। আমাদের পার্টির ভবিষ্যতের জন্য দায়বদ্ধতা নিতে হবে। এই কারণেই দলের সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছি আমি।” তাঁকে কটাক্ষ করে এদিন টুইটারে তাঁর এই পোস্টের কমেন্ট সেকশনে বিজেপি নেত্রী এবং আমেঠির সাংসদ স্মৃতি ইরানি লিখেছেন, “জয় শ্রীরাম”। রাহুল গান্ধীর এই ঘোষণার পর বিজেপি নেতা নলীন কোহলি বললেন, “তিনি পদত্যাগ করবেন কিনা তা তাঁর সিদ্ধান্ত। আমাদের দেশে দুই ধরনের দল রয়েছে, গণতন্ত্রের দ্বারা পরিচালিত বিজেপির মতো একটি দল এবং অপর দিকে, কংগ্রেসের মতো পরিবারতান্ত্রিক একটি দল। তাই তাদের সিদ্ধান্তে আমাদের কোনও ভূমিকা নেই।” অন্যদিকে, কংগ্রেস নেতা সলমন খুরশিদ বলেছেন, “তিনি দলের সভাপতির পদ ছেড়ে দিয়েছেন। তিনি আমাদের নেতাই থাকছেন। সোনিয়া গান্ধীও আর সভাপতি নন, তবে তিনিও আমাদের নেত্রী। তাঁদের প্রতি পার্টি কর্মীদের প্রশংসা, স্নেহ, আস্থা অব্যাহত থাকবে।”