রীতি ভেঙে নয়া চমক নির্মলার, লাল ফাইল নিয়ে সংসদে ঢুকলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী

< 1 - মিনিট |

এবার ২০১৯-২০ অর্থবর্ষের বাজেট পেশ করলেন আর এক মহিলা অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ| মাঝে ৪৯ বছর শুধুমাত্র পুরুষ অর্থমন্ত্রীরাই বাজেট পেশ করেছেন

কে আর সি টাইমস ডেস্ক

দীর্ঘ ৭২ বছরের রীতি ভেঙে নতুন চমক দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ| ব্রিফকেস ছাড়াই এবার বাজেট নথি নিয়ে এলেন নির্মলা| শুক্রবার সকালে একটি লাল কাপড়ে ঢাকা লাল রঙের ফাইল নিয়ে সংসদে ঢোকেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ| প্রণব মুখোপাধ্যায়, পালানিয়াপ্পন চিদম্বরম, অরুণ জেটলি-অর্থমন্ত্রীদের হাতে বাজেট নথি সাধারণত ব্রিফকেসেই দেখা যেত| কিন্তু, নতুন চমক দিয়ে লাল কাপড়ে ঢাকা অবস্থায় বাজেট ২০১৯-এর নথি নিয়ে সংসদে প্রবেশ করেন নির্মলা সীতারমণ| ভেঙে ফেললেন দীর্ঘ ৭২ বছরের ইতিহাস|

এখানেই শেষ নয়, দীর্ঘ ৪৯ বছর পর লোকসভায় সৃষ্টি হল নতুন ইতিহাস| ১৯৭০ সালে বাজেট পেশ করেছিলেন তত্কালীন প্রধানমন্ত্রী তথা অর্থমন্ত্রী ইন্দিরা গান্ধী| সেই শেষ, ২০১৯-এর আগে কোনও মহিলা অর্থমন্ত্রীকে বাজেট পেশ করতে দেখেনি ভারতবাসী| এবার ২০১৯-২০ অর্থবর্ষের বাজেট পেশ করলেন আর এক মহিলা অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ| মাঝে ৪৯ বছর শুধুমাত্র পুরুষ অর্থমন্ত্রীরাই বাজেট পেশ করেছেন|

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *