রেলপথে বিচ্ছিন্ন অসম-উত্তরবঙ্গ, বঙ্গে ট্রেন-বাতিল অব্যাহত

< 1 - মিনিট |

একাধিক ট্রেন বাতিল থাকায় যাত্রীদের দুর্ভোগ বেড়েই চলেছে।

কে আর সি টাইমস ডেস্ক

কোথাও স্টেশনে ভাঙচুর ও আগুন, কোথাও আবার ট্রেনে আগুন। সংশোধিত নাগরিকত্ব আইন এবং জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি)-র প্রতিবাদে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির জেরে মঙ্গলবারও ট্রেন চলাচলে ব্যাপক প্রভাব পড়ল। উত্তরবঙ্গ ও অসমের সঙ্গে ট্রেন চলাচল এখনও স্বাভাবিক হল না। রেলপথে অসম ও উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ চালু হওয়ার কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না মঙ্গলবারও। তবে, পরিস্থিতি সামাল দিতে মালদহ পর্যন্ত বেশ কয়েকটি ট্রেন চালানো হয়েছে। এরইমধ্যে একাধিক ট্রেন বাতিল থাকায় যাত্রীদের দুর্ভোগ বেড়েই চলেছে।

মঙ্গলবার পশ্চিমবঙ্গ থেকে দক্ষিণ ভারতের একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, নর্থ ফ্রন্টিয়ার রেলের কাটিহার ডিভিশনে ডাউন নিউ জলপাইগুড়ি-হাওড়া শতাব্দী এক্সপ্রেস এবং হাওড়া-নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস বাতিল করা হয়েছে। বাতিল করা হয়েছে আপ হাওড়া-গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস। বাতিল ট্রেনের তালিকায় রয়েছে-শালিমার-এমজিআর চেন্নাই এক্সপ্রেস, হাওড়া-শালিমার করমণ্ডল এক্সপ্রেস, হাওড়া-ভাসকো অমরাবতী এক্সপ্রেস, শালিমার-তিরুবনন্তপুরম এক্সপ্রেস।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news