রেলের বেসরকারিকরণের কোনও প্রস্তাব নেই : পী্যূষ গোয়েল

< 1 - মিনিট |

যাত্রী যাবতীয় চাহিদা পূরণ করার জন্য রেলের প্রযুক্তিগত, প্রক্রিয়াগত এবং সম্পদগত উন্নয়নের প্রয়োজন হয়ে পড়েছে

কে আর সি টাইমস ডেস্ক

রেলকে বেসরকারিকরণের কোনও প্রস্তাব নেই। বুধবার লোকসভায় দাঁড়িয়ে এমনই জানালেন রেলমন্ত্রী পী্যূষ গোয়েল। পাশাপাশি রাজস্থানে রেলের প্রকল্পগুলিতে অশোক গেহলটের সরকারের সহযোগিতা না করার জন্য কংগ্রেসের বিরুদ্ধে সরব হয়েছেন তিনি। 
এদিন পীযূষ গোয়েল বলেন, ভারতীয় রেলওয়ের বেসরকারিকরণের কোনও প্রস্তাব নেই। এমনকি বিশেষ কোনও যাত্রীবাহী ট্রেনকে বেসরকারি সংস্থার হতে তুলে দেওয়ার জন্য চিহ্নিত করা হয়নি। চলতি বছরের পয়লা এপ্রিল থেকে এখনও পর্যন্ত ১৮৯ রেল প্রকল্পের কাজ বিভিন্ন স্তরে হয়ে চলেছে। যাত্রীদের সংখ্যা যে পরিমাণে বাড়ছে তাতে রেলের ধারণ ক্ষমতা বৃদ্ধি করার প্রয়োজনীয়তা হয়ে পড়েছে। এই প্রসঙ্গে পীযূষ গোয়েল বলেন, যাত্রী যাবতীয় চাহিদা পূরণ করার জন্য রেলের প্রযুক্তিগত, প্রক্রিয়াগত এবং সম্পদগত উন্নয়নের প্রয়োজন হয়ে পড়েছে। ২০১৪ সাল পর্যন্ত রেলের পরিকাঠামোগত কাজে খুব একটা উন্নতি হয়নি।রাজস্থানে রেলের প্রকল্পগুলির কাজ দেরি হওয়ার প্রসঙ্গে বলতে গিয়ে রেলমন্ত্রী পী্যূষ গোয়েল বলেন, মুখ্যমন্ত্রী অশোক গেহলট রেল দফতরে চিঠি দিয়ে জানিয়েছেন যে রাজ্য সরকার রাজস্থানে রেলের প্রকল্পগুলিতে সহযোগিতা করতে পারবে না। 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news