লক্ষ্মীপুর শহরের আবর্জনা – বিশ্ব পরিবেশ দিবসে অবৈধ ডাম্পিং গ্রাউন্ডের সামনে বিক্ষোভ

< 1 - মিনিট |

বিশ্ব পরিবেশ দিবসে আমরা পরিবেশ বাঁচানোর কথা বলি আর এখানে পরিবেশকে হত্যা করছেন লক্ষীপুর পুরসভার চেয়ারম্যান

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : বিশ্ব পরিবেশ দিবসে অভিনব প্রতিবাদ দেখালো লক্ষ্মীপুর পুরসভার কংগ্রেস কমিটি। ফুলের তোলের সবুজ পাহাড়ের উপর ডাম্পিং গ্রাউন্ডে সামনে প্রতিবাদ জানালেন কংগ্রেসের কর্মকর্তারা। পাঁচজন যেখানে সবাই বৃক্ষরোপণ করছে নানা ধরনের পরিবেশ ও তার কাজ করছে। গ্রাউন্ডের সামনে বিক্ষোভ দেখালেন পুর কমিশনার অমিত দাসের নেতৃত্বে কংগ্রেস কর্মকর্তারা।

ডাম্পিং গ্রাউন্ড যে জায়গায় ছিল সেই জায়গা থেকে দেড়শো মিটার দূরে সুন্দর পাহাড়ের পাশে আবর্জনা ফেলছে লক্ষীপুর পুরসভা। এনিয়ে অমিত দাস জানালেন এটা সম্পূর্ণভাবে পরিবেশ আইনবিরোধী। তাই তারা পাঁচ জুন বিশ্ব পরিবেশ দিবসের দিন এই আন্দোলন করে প্রতিবাদ জানাচ্ছেন লক্ষীপুর পুরসভার পরিবেশ বিরোধী পদক্ষেপের বিরুদ্ধে।

এভাবে আবর্জনার স্তূপ ফেলায় এই এলাকার জল দূষিত হয়ে গেছে ।যারা নিচে বসবাস করছেন তারা জল পানীয় জল পাচ্ছেন না। এছাড়া সুন্দর এই পাহাড়ের পরিবেশ বিকৃত হচ্ছে। বারবার প্রতিবাদ করা সত্ত্বেও লক্ষীপুর পুরসভার চেয়ারম্যান এ বিষয়ে কোন পদক্ষেপ নিচ্ছেন না।

বিশ্ব পরিবেশ দিবসে আমরা পরিবেশ বাঁচানোর কথা বলি আর এখানে পরিবেশকে হত্যা করছেন লক্ষীপুর পুরসভার চেয়ারম্যান। তিনি বলেন যদি এ বিষয়ে ব্যবস্থা নেওয়া না হয় তাহলে তিনি গ্রীন কোর্টে আবেদন করবেন। ডাম্পিং গ্রাউন্ড যে জায়গায় আছে সেখানে আবর্জনা ফেলা হচ্ছে না। ফেলা হচ্ছে এখানে।

পাহাড়ের ঠিক উপরে রাস্তার পাশে এত সুন্দর জায়গায় আবর্জনা ফেলছে পুরসভা। লক্ষ্মীপুর শহরের নোংরা যত আবর্জন আছে এই সুন্দর জায়গায় এসে ফেলা হচ্ছে এর ফলে এলাকার পরিবেশ তো দূষিত হচ্ছেই। এবং সবসময় এই আবর্জনা থেকে আগুন জ্বলতে থাকে। অথচ পাশেই ডিম ভল শিলচর জাতীয় সড়ক এখান দিয়ে প্রচুর দাহ্য পদার্থ বাহিনী গাড়ি যাতায়াত করছে। সময় অগ্রসংযোগের ঘটনা ঘটতে পারে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *