লামডিঙে কুয়োতে ঝাপ দিয়ে আত্মহত্যা

< 1 - মিনিট |

মৃত ব্যক্তি সেই অঞ্চলের বাসিন্দা বিভাস দত্ত বয়স (৭২) বলে জানা গেছে

কে আর সি টাইমস ডেস্ক

লামডিং প্রতিনিধি – লামডিঙে এক মৃতদেহ উদ্ধার ৷ লামডিং পুর এলেকার ১১ নং ওয়ার্ডের রামঠাকুর নগর থেকে উদ্ধার করা হয় মৃতদেহটি ৷ মৃত ব্যক্তি সেই অঞ্চলের বাসিন্দা বিভাস দত্ত বয়স (৭২) বলে জানা গেছে ৷ কুয়োতে ঝাপ দিয়ে আত্মহত্যা করেছে বলে সন্দেহ করা হচ্ছে ৷ পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটিকে উদ্ধার করে ৷

https://youtu.be/7h5VYqaCxvY
KRC TIMES Advertisement

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news