হাইলাকান্দি জিলার লালা ব্লকের আওতায় থাকা এসএইচজি দলের চৌত্রিশ জন মহিলা সহ কাছাড় জিলার সালচাপড়া ব্লকের আওতায় থাকা এনআরএলএম টার্গেট গ্ৰুফ এর বেকার যুবকরা ও অংশ নিয়েছেন। আরসেটি কাছাড়ে ছয় দিনের এনআরএলএম টার্গেটেড কোর ইডিপি প্রশিক্ষণ এর আওতায় সম্পুর্ন বিনামূল্যের ছয় দিনের আবাসিক জেনারেল এন্টারপ্রেনরশিপ ডেভলাপমেন্ট প্রোগ্ৰাম ( ইডিপি) উদ্যমি মনোভাব প্রসার প্রশিক্ষণ কর্মশালা গত বুধবার থেকে অনুষ্ঠিত হয়ে শেষ হয়েছে সোমবার শিলচরের ন্যাশনেল হাইওয়ের পুরাতন সানলিট হসপিটাল বিল্ডিং স্থিত পিএনবি আরসেটি কাছাড়ে
বরাক উপত্যকার কাছাড় ও হাইলাকান্দির বেকার যুবকযুবতীদের সাবলম্বি করতে জোর প্রচেষ্টা অব্যাহত রাখছে আসাম রাজ্যিক গ্ৰামীন জীবিকা মিশন কাছাড় ও হাইলাকান্দির এবং পাঞ্জাব ন্যাশনেল বেংক পরিচালিত প্রশিক্ষণ কেন্দ্র পিএনবি আরসেটি কাছাড় শিলচর। হাইলাকান্দি জিলার লালা ব্লকের আওতায় থাকা এসএইচজি দলের চৌত্রিশ জন মহিলা সহ কাছাড় জিলার সালচাপড়া ব্লকের আওতায় থাকা এনআরএলএম টার্গেট গ্ৰুফ এর বেকার যুবকরা ও অংশ নিয়েছেন।
আরসেটি কাছাড়ে ছয় দিনের এনআরএলএম টার্গেটেড কোর ইডিপি প্রশিক্ষণ এর আওতায় সম্পুর্ন বিনামূল্যের ছয় দিনের আবাসিক জেনারেল এন্টারপ্রেনরশিপ ডেভলাপমেন্ট প্রোগ্ৰাম ( ইডিপি) উদ্যমি মনোভাব প্রসার প্রশিক্ষণ কর্মশালা গত বুধবার থেকে অনুষ্ঠিত হয়ে শেষ হয়েছে সোমবার শিলচরের ন্যাশনেল হাইওয়ের পুরাতন সানলিট হসপিটাল বিল্ডিং স্থিত পিএনবি আরসেটি কাছাড়ে। এই প্রশিক্ষণ কর্মশালায় বিজনেস স্টাডিজ, মার্কেট সার্ভে, মার্কেটিং, প্রজেক্ট রিপোর্ট তৈরী, বেংক প্রদত্ত সরকারী প্রকল্প, এন্টারপ্রেনরেল কমপিটেন্সি, এন্টারপ্রেনরশিফ ইত্যাদি সহ প্রাক সন্ধ্যা সেশনে বেকারী প্রডাক্ট ও কেইক, বিস্কুট তৈরির প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রশিক্ষণ কর্মশালায় ইডিপি রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন পিএনবি আরসেটি কাছাড় এর ডিরেক্টর জগজ্যোতি ভট্টাচার্য্য ও আরসেটি কাছাড়ের সিনিয়র ফেকালটি তথা প্রোগ্ৰাম করডিনেটর শাহেদ চৌধুরী , ফেকালটি মনিষা নাগ সহ সার্টিফাইড ডমেন স্কিল ট্রেইনার অনু দাস, সফল নারী উদ্যোক্তা তথা ট্রেইনার কল্যানী দেব প্রমুখ।সমাপ্তি অনুষ্ঠানে ট্রেইনিরা ও নিজেদের মতব্যাক্ত করেন।
সমাপ্তি অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রী শাহেদ চৌধুরী সহ সফল নারী উদ্যোক্তা কল্যানী দেব প্রমুখ। আরসেটি কাছাড় প্রদত্ত সল্পকালীন বিনামূল্যে প্রশিক্ষণের শেষে সবাইকে ঋনের আবেদনে সহায়তা করবে আরসেটি কাছাড় । শাহেদ চৌধুরী বক্তব্য রাখতে গিয়ে বলেন, উদ্যোক্তা হবার জন্য সবার আগে প্রয়োজন ঐকান্তিক ইচ্ছা । যার তীব্র ইচ্ছা আছে তার নতুন উদ্যেগ নিয়ে সামনে এগিয়ে যাওয়াকে কেউ ঠেকিয়ে রাখতে পারবেনা । আর আমাদের দেশে এখন নারীরা তাদের অদম্য ইচ্ছা আর উদ্যম নিয়ে নিত্য নতুন উদ্যেগ নিয়ে এগিয়ে চলেছে । তাদের সফলতার হার ও উল্লেখ করার মতন।তীব্র ইচ্ছার বলে যে যাত্রা শুরু, সেখানে থেমে যাবার অবকাশ নেই । আবার সামনে এগিয়ে যেতে হলে চ্যালেঞ্জ এর ও শেষ নেই । এই চ্যালেঞ্জ কে যারা জয় করতে সক্ষম তাদের এগিয়ে যাওয়া ও কেউ ঠেকিয়ে রাখতে পারবেনা । নিজের স্বপ্ন পূরনের জন্য ইচ্ছার সাথে সাথে শিক্ষা ও মেধার ও সংযোগ ঘটাতে হবে। মহিলাদের ইনকাম বৃদ্ধি করতে পারলেই সম্মান বৃদ্ধি পায় তাই আরসেটি কাছাড় প্রদত্ত এই প্রশিক্ষণের দক্ষতা দিয়ে সবাইকে এগিয়ে যেতে হবে বলে জানিয়েছেন শাহেদ চৌধুরী।সবার হাতে শংসা পত্র তুলে দেওয়া হয়েছে। আগামী জুন মাসে আরসেটি কাছাড়ে তের দিনের মাইক্রো এন্টারপ্রাইজ ডেভলাপমেন্ট প্রোগ্ৰাম অন এডভানস বিউটি পার্লার তথা মেকআপ আর্টিষ্ট ও মেন্স সেলুন উদ্যমি মনোভাব প্রসার প্রশিক্ষণ কর্মশালা সহ দশ দিনের ফিসারি ও বায়োফ্লক মাছ চাষ এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে সম্পূর্ণ বিনামূল্যে তাই ইচ্ছুকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে।
Promotional| KRC Foundation