আজ ভোর থেকেই লোকনাথ মন্দিরে ভক্তদের সমাগম ঘটেছে
শিবাজি ধর
শিলচর : প্রতি বছরের ন্যায় এবারও শ্রী শ্রী লোকনাথ বাবার তিরোধান দিবস উৎসব অনুষ্ঠিত উধারবন্দে।জে সি গার্লস হাইস্কুল রোডে উধারবন্দ শ্রী শ্রী লোকনাথ বাবা সেবা সমিতির উদ্যোগে আয়োজিত উৎসবে ভক্তদের উৎসাহ ও উপস্থিতি ছিলো চোখে পড়ার মত। গতকাল সকালে বাবা লোকনাথের প্রতিকৃতি সহযোগে নগর পরিক্রমা ও শোভাযাত্রার মাধ্যমে দুদিনের উৎসবের সূচনা হয়। সন্ধ্যায় ছিল অধিবাস।
আজ ভোর থেকেই লোকনাথ মন্দিরে ভক্তদের সমাগম ঘটেছে। সকাল আটটায় ঘট স্থাপন ও পুজো শুরু হয়। এছাড়াও ছিলো বাল্যভোগ, গীতা পাঠ, অঞ্জলি প্রদান, মঙ্গলদ্বীপ প্রজ্জ্বলন। দুপুর বারোটা থেকে শুরু হয় মহাপ্রসাদ বিতরণ। বিকেল পাঁচটা পর্যন্ত প্রসাদ দেওয়ার ব্যবস্থা করেছিলো আয়োজক কমিটি।সন্ধ্যায় আরতি ও রাতে কীর্তনের মাধ্যমে উৎসবের সমাপ্তি হয়।