শনি ও রবিবার রাতে বনগাঁ ও নৈহাটির ট্রেনে ব্যাহত থাকবে

< 1 - মিনিট |

পূর্ব রেলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়ে বলা হয়েছে, ২৪ আগস্ট রাত সাড়ে এগারোটা থেকে ২৫ আগস্ট ভোর সাড়ে চারটে পর্যন্ত ১, ২, ৩, ৪ ও ৪এ— এই প্লাটফর্মগুলোর ফুট ওভারব্রিজ ভাঙার কাজ হবে।

কে আর সি টাইমস ডেস্ক

শিয়ালদহ স্টেশনের ৪এ প্লাটফর্মে ১২ কামরার ট্রেন দাঁড়ানোর ব্যবস্থা করতে পাঁচটি প্লাটফর্মের ফুট ওভারব্রিজ ভেঙে ফেলা হবে। এ কারণে আগামী শনি ও রবিবার রাতে পাঁচ ঘন্টার জন্য ‘পাওয়ার ব্লক’ নেওয়া হচ্ছে।


পূর্ব রেলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়ে বলা হয়েছে, ২৪ আগস্ট রাত সাড়ে এগারোটা থেকে ২৫ আগস্ট ভোর সাড়ে চারটে পর্যন্ত ১, ২, ৩, ৪ ও ৪এ— এই প্লাটফর্মগুলোর ফুট ওভারব্রিজ ভাঙার কাজ হবে। ফলে, শনিবার ৩৩৮৫৬ ডাউন বনগাঁ-শিয়ালদহ লোকাল এবং ৩১৪৫০ ডাউন নৈহাটি-শিয়ালদহ বাতিল ঘোষণা হচ্ছে। রবিবার বাতিল ঘোষণা হচ্ছে ৩৩৮১১ আপ শিয়ালদহ-বনগাঁ লোকাল, ৩১৬১১ আপ শিয়ালদহ-রাণাঘাট লোকাল এবং ৩১৪১৫ শিয়ালদহ-নৈহাটি লোকাল।

৩১৯২৮ ডাউন গেদে-শিয়ালদহ লোকাল শনিবার চলবে কল্যাণী পর্যন্ত। রবিবার ৩১৯১১ আপ শিয়ালদহ-গেদে লোকাল ছাড়বে কল্যাণী থেকে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news