মৃত্যু কালে দিলীপ বাবু মা, স্ত্রী ও এক কন্যা সহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন
শিলচর :শহরের বানীপাড়ার বাসিন্দা দিলীপ দাস আর নেই। বয়স হয়েছিল 56 । সোমবার হৃদ রোগে আক্রান্ত হলে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় এবং স্বাস্থ্যের অবনতি হলে বুধবার ভোর রাত দেড়টার সময় মারা যান।
মূলত মালদহের অধিবাসী প্রয়াত দাস কর্ম স্থল হিসেবে শিলচর আসেন এবং এখানেই স্থায়ী ভাবে বসবাস শুরু করেন।মৃত্যু কালে দিলীপ বাবু মা, স্ত্রী ও এক কন্যা সহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। তাঁর স্ত্রী শর্মিষ্ঠা দাস চাকী একজন সঙ্গীত শিক্ষিকা ও গায়িকা হিসেবে সুপরিচিত।