বয়স হয়েছিল ৬৫ বছর
শিলচর – শহরের জানিগনজ এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবী রাজকুমার পালের পত্নী মালতী পাল বৃহস্পতিবার সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।মৃত্যু কালে বয়স হয়েছিল ৬৫ । রবিবার মালতী দেবী তাঁর বানী পাড়ার বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হলে তাঁকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এই তিন দিন তিনি আই সি ইউ তে ছিলেন।
মৃত্যু কালে তিনি স্বামী রাজকুমার পাল,নেটরিপে কর্মরত পুত্র অমিতাভ পাল ,পুত্র বধু,দুই কন্যা ,জামাতা ও নাতি নাতনি দের রেখে গেছেন। তাঁর বড় জামাতা সঞ্জয় পাল গুয়াহাটিতে একটি বেসরকারি টিভি চ্যানেলে কর্ম রত। ধর্মপ্রাণ মালতী দেবীর বিয়োগে পিএনসির চেয়ারম্যান হারাণ দে গভীর প্রকাশ করেছেন।