শিনা বোরা হত্যা মামলায় বম্বে হাইকোর্টে জামিনের আবেদন জানালেন এই হত্যা মামলার অন্যতম অভিযুক্ত পিটার মুখোপাধ্যায়
শিনা বোরা হত্যা মামলায় বম্বে হাইকোর্টে জামিনের আবেদন জানালেন এই হত্যা মামলার অন্যতম অভিযুক্ত পিটার মুখোপাধ্যায়| এর আগে বিশেষ সিবিআই আদালত পিটার মুখোপাধ্যায়ের জামিনের আবেদন নাকচ করে দিয়েছিল| বিশেষ সিবিআই আদালতে ধাক্কা খাওয়ার পর এবার জামিনের আবেদন নিয়ে মুম্বাই হাইকোর্টের দ্বারস্থ হলেন পিটার মুখোপাধ্যায়| শনিবার সকালে বম্বে হাইকোর্টে জামিনের আবেদন জানিয়ে, পিটার মুখোপাধ্যায় উল্লেখ করেছেন, তাঁর বিরুদ্ধে কোনও প্রমাণই নেয় সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)-এর কাছে| এছাড়াও চিকিত্সাজনিত কারণ দেখিয়ে জামিনের আবেদন জানিয়েছেন পিটার মুখোপাধ্যায়|
উল্লেখ্য, ২০১২ সালের এপ্রিল মাসে আচমকাই নিখোঁজ হয়ে যান শিনা| এরপর মুম্বই থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে রায়গড় জেলার পেন-এর জঙ্গলে মাটি খুঁড়ে একটি দেহ পায় পুলিশ| দেহটি শিনার কি না তা প্রথমে জানা যায়নি| পরে মুম্বই পুলিশ তদন্তে নামার পরে জানা যায়, ওই দেহটি শিনারাই ছিল| পিটারের স্ত্রী ইন্দ্রাণী মুখোপাধ্যায় এই হত্যা মামলার প্রধান অভিযুক্ত| ২০১২ সালের এই হত্যা মামলা প্রকাশ্যে এসেছিল তিন বছর পর ২০১৫ সালে| বর্তমানে মুম্বইয়ে আর্থার রোড জেলে বন্দী পিটার মুখোপাধ্যায়| এর আগে গত ৪ এপ্রিল বিশেষ সিবিআই আদালত পিটার মুখোপাধ্যায়ের জামিনের আবেদন নাকচ করে দিয়েছিল| বিশেষ সিবিআই আদালতে ধাক্কা খাওয়ার পর এবার জামিনের আবেদন নিয়ে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হলেন পিটার মুখোপাধ্যায়| পিটারের আইনজীবী শিবকান্ত শিভাদে জানিয়েছেন, ‘মেডিক্যাল গ্রাউন্ডে জামিনের আবেদন জানানো হয়েছে| বাইপাস অস্ত্রোপচারের পর পুনরায় জেলে পাঠানো তাঁর (পিটার মুখোপাধ্যা) শরীরের পক্ষে অত্যন্ত বিপজ্জনক, আদালতে আমরা তা জানিয়েছি|