শিলচরের তপোবন নগরে অবৈধ মদ ও জোয়ার ব্যবস্থা বন্ধের দাবিতে রবিবার নতুন মহিলা সংস্থার গঠন

< 1 - মিনিট |

এই অঞ্চলে সুদীর্ঘ দিন থেকে চলে আসা অবৈধ মদ ও জুয়ার ব্যবসার বন্ধের বিষয়ে প্রতিবাদ জানানো সত্ত্বেও বিহিত ব্যবস্থা নেন নাই পুলিশ

অজিত দাস

বার-বার শিলচর ন্যাশনাল হাইওয়ে পুলিশ ফাঁড়িকে তপোবন নগরের অবৈধ মদ ও জুয়ার আসর বন্ধের দাবি তুললেও উপযুক্ত ব্যবস্থা নেন নাই পুলিশ,অথচ স্থানীয় সচেতন প্রতিবাদী মহিলারা বিষয়টি নিয়ে প্রতিবাদ জানালেও তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে মন্তব্য করেন রবিবার আশ্রম রোডের কীর্তনের মাঠে আয়োজিত প্রতিবাদী সভায়।

এদিন এই তপোবন নগরে চলে আসা অবৈধ মদ ও জুয়ার আসর বন্ধের দাবিতে সর্বসম্মতি কোন একটি মহিলা সংগঠনের কমিটি গঠন করা হয়,এই সংগঠন টির নাম হল “নারী শক্তি মহিলা সংগঠন”, সর্বসম্মতি ক্রমে সভাপতি হলেন কল্পনা দাস, উপ-সভাপতি সুশমা দাস, জোসনা রানী দাস, দশমিতা দাস, সাধারণ সম্পাদক রঞ্জিতা মজুমদার, কোষাধ্যক্ষ সুমিয়া দাস সহ আরো অন্যান্য মহিলারা।

এদিন সভায় বক্তব্য রাখতে উপস্থিত সবাই এই অঞ্চলে সুদীর্ঘ দিন থেকে চলে আসা অবৈধ মদ ও জুয়ার ব্যবসার বন্ধের বিষয়ে প্রতিবাদ জানানো সত্ত্বেও বিহিত ব্যবস্থা নেন নাই পুলিশ, তাই এমনকি সেই মদের ব্যবসায়ী দেরকে মদের ব্যবসা বন্ধের বিষয়ে বললে উল্টো রাস্তায় চলে থাকা প্রতিবাদী মহিলাদেরকে অশ্লীল ভাষায় গালি গালাজ সহ মারধরের হুমকি দিয়ে থাকেন, এমতাবস্থায় ন্যাশনাল হাইওয়ে পুলিশ ফাঁড়িকে বার- বার জানানো সত্বেও কোনো উপযুক্ত ব্যবস্থা আজ অবধিও নিতে দেখা যায় নাই, যার দরুন ধীরে ধীরে এলাকাবাসী সহ মহিলা ও ছাত্র-ছাত্রীদের বসবাস করতে অসুবিধা দেখা দিয়েছে।

তাই আজ এই প্রতিবাদী মহিলা সংগঠন গঠন করতে বাধ্য হন এই অঞ্চলের সচেতন নাগরিকেরা। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিশিকান্ত সরকার, অঞ্জন চৌধুরী, গিরীন্দ্র দাস, আইনজীবী সুবীর দাস, কাকী দাস সহ আরো অন্যান্যরা।


Promotional | KRC Barak Festival Media Conclave

Theme: One for all, all for one. | KRC Barak Festival Media Awards 2025 | KRC Media Welfare Fund | Media Workshop | KRC Media Talk | KRC Media Contest

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news