ভক্তিমূলক গান, রাধাকৃষ্ণ সাজো প্রতিযোগিতা, নৃত্যনাট্য, ঝুলন গান, বাউল গান ইত্যাদি সকলের মনকে আকৃষ্ট করে
শিলচর : নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে শিলচর বিলপারের ঐতিহ্যবাহী শ্রী শ্রী রাধামাধব জিউ আখড়ার পাঁচ দিবসীয় ঝুলন যাত্রা উৎসব সম্পন্ন হলো বৃহস্পতিবার। অগণিত ভক্তপ্রাণ মানুষ প্রবল উৎসাহ ও উদ্দীপণার মধ্য দিয়ে ঝুলন উৎসবে সামিল হন যা ছিল চোখে পড়ার মত। ভক্তিমূলক গান, রাধাকৃষ্ণ সাজো প্রতিযোগিতা, নৃত্যনাট্য, ঝুলন গান, বাউল গান ইত্যাদি সকলের মনকে আকৃষ্ট করে।
পাঁচ দিবসীয় ঝুলন যাত্রা উৎসবের বিষয়ে বিস্তারিত তুলে ধরতে গিয়ে শ্রী শ্রী রাধামাধব জিউ আখড়ার সেবাইত অংশু কুমার রায় জানান, ১২৪৩ বাংলায় (১৮৩৬ ইং) রাধামাধব আখড়া স্থাপিত হওয়ার পর থেকে ঝুলন যাত্রা চলে আসছে। তিনি বলেন এবার উৎসবের মুহুর্তে রাধামাধবের যে পোশাক পরানো হয় তা পাঁচ দিন পাঁচটা থিমের উপর ছিল ।
তারমধ্যে প্রথম দিন ‘রাধাকুণ্ডে সুবল বেশে রাই মিলন’, দ্বিতীয় দিন ‘যমুনা পুলিনে গোষ্ঠ বিহার’, তৃতীয় দিন ‘নিকুঞ্জে রাই রাজা’, চতুর্থ দিন ‘লবঙ্গ কুঞ্জে নটবর বেশ’ এবং পঞ্চম দিন অর্থাৎ অনুষ্ঠানের শেষ দিনের থিম ছিল ‘রাজ বেশ’ ।
অংশু বাবু আরও বলেন প্রতিদিন সন্ধ্যায় অগণিত ভক্তপ্রাণ মানুষ আখড়ায় উপস্থিত হয়ে নানা ধরণের কীর্তন, নৃত্যনাট্য, ঝুলন গান, বাউল গান ইত্যাদি উপভোগ করেন। শ্রী শ্রী রাধামাধবের অপার কৃপা যাতে সকলের উপর বর্ষিত হয় এবং সকলের জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠে এই কামনা করেন তিনি।
প্রতিদিন দুপুরে ও রাত্রি বেলা সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে ভক্তপ্রাণ নাগরিকরা মহাপ্রসাদ গ্রহণ করেন বলে জানান সেবাইত অংশু কুমার রায়।
উল্লেখ্য বৃহস্পতিবার ঝুলন যাত্রা উৎসবের অন্তিম দিনে সংগীত পরিবেশন করেন মনোরঞ্জন মালাকার, তন্দ্রা রায়, মঙ্গলা নাথ, মনিমিতা গোস্বামী ও সুমন দাস। যন্ত্র সংগীতে ছিলেন দিবাকর দাস, চন্দ্রশেখর দাস, তীর্থলাল দাস ও বিশ্বজিৎ দেব।
তাছাড়াও পুষ্পাঙ্গণ সঙ্গীত কলাকেন্দ্রের শিশু শিল্পীরা অসাধারণ সংগীত পরিবেশন করে সবাইকে মুগ্ধ করেন। এদিনের অনুষ্ঠানে বিশিষ্টজনের মধ্যে উপস্থিত ছিলেন ডঃ অনুপ কুমার রায়, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কানাইলাল দাস, শিক্ষাবিদ ডঃ অসীমা রায়, ডঃ নিতু দেবনাথ, ডঃ নবনিতা দেবনাথ, আইনজীবী অঙ্কিতা ভট্টাচার্য্য প্রমুখ।