দীর্ঘদিন রাস্তা সংস্কারের কাজ থমকে থাকায় সাধারণ পথ চলতি মানুষ প্রচন্ড ভোগান্তির শিকার হচ্ছেন প্রতিনিয়ত
শিলচর : মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠালেন থাউজেন্ড সায়ন্তন। দাবি রেখেছেন, শিলচরের সব ভাঙাচোরা রাস্তার টেকসই আমূল সংস্কার ও নবায়ন। আসামের অন্যতম মুখ্য শহর শিলচরের প্রায় সবগুলো প্রধান সড়ক ছোট বড় গর্তে ছেয়ে আছে। তারা খবর নিয়ে জেনেছেন, বিভিন্ন বিভাগীয় জটিলতার দরুন রাস্তাগুলোর সংস্কারের কাজ পুরোদস্তুরভাবে এগুচ্ছে না।
এই জটিলতা কাটাতে তারা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ অনুরোধ করেছেন। দীর্ঘদিন রাস্তা সংস্কারের কাজ থমকে থাকায় সাধারণ পথ চলতি মানুষ প্রচন্ড ভোগান্তির শিকার হচ্ছেন প্রতিনিয়ত। গর্তে ভরা রাস্তায় যখন জল জমে তখন স্কুটার মোটরসাইকেল টুকটুক আরোহীরা গর্ত দেখতে না পেয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন বিগত কয়েকদিন আগেও।
সায়ন্তনরা মুখ্যমন্ত্রীর কাছে প্রেরিত চিঠিতে প্রায় সবগুলো ভাঙ্গাচোরা রাস্তারই তালিকা তুলে ধরেছেন। শিলচরের হার্ট লাইন যে রাস্তাকে বলা হয় অর্থাৎ ক্যাপিটাল পয়েন্ট থেকে শিলচর মেডিকেল কলেজ, রাঙ্গিরখারি পয়েন্ট থেকে সোনাই রোড, সদরঘাট বিবেকানন্দ স্ট্যাচু থেকে তারাপুর, ন্যাশনাল হাইওয়ে, দাস কলোনি, পঞ্চায়েত রোড, ফার্স্ট লিংকরোড সেকেন্ড লিংকরোড, Chengkoori রোড, কাঁঠাল রোড বিবেকানন্দ রোড, শরৎপল্লী জেইলরোড, আশ্রম রোড, মালুগ্রাম রোড ইটখলা রোড ও আরো বেশকিছু রাস্তার উল্লেখ করেছেন চিঠিতে।
সবগুলো রাস্তার সাসটেইনেবল রিপেয়ারিং এবং নবায়ন চাইছেন থাউজেন্ড সায়ন্তন যুবক দল। তারা শিলচরে জমা জল, পর্যাপ্ত পরিমাণের স্ট্রীট লাইট ও আরো নানাবিধ সমস্যার স্থায়ী সমাধানের জন্যও তদবির জানাবেন মুখ্যমন্ত্রীর দপ্তর ও হাউসিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স দপ্তরে।