রূপম সংস্থার প্রত্যেক সদস্যরা ডাঃ রবি কান্নানের এই সম্মান পাওয়াতে সবাই আনন্দিত হয়েছেন
শিলচর : সোমবার নাজির পট্টির রূপম সামাজিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে,কাছাড় ক্যান্সার হসপিটালে গিয়ে ডাঃ রবি কান্নানকে সেরা এশীয় নাগরিক সম্মান প্রাপ্তির জন্য উত্তরীও ও স্মারক পত্র দিয়ে সংবর্ধনা দেওয়া হয় । এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতি বিভাস দেব, সহ – সভাপতি রাজু পাল ,সচিব নিখিল পাল প্রমুখ উপস্থিত ছিলেন ।
এ অনুষ্ঠানের বিষয়ে সচিব নিখিল পাল বক্তব্য রাখেন এবং এরপর সেরা এশীয় নাগরিক সম্মান প্রাপ্তী ডাঃ রবি কান্নান ও বক্তব্য রাখেন । রূপম সংস্থার প্রত্যেক সদস্যরা ডাঃ রবি কান্নানের এই সম্মান পাওয়াতে সবাই আনন্দিত হয়েছেন ।
শিলচর থেকে দ্বীপ দেবের প্রতিবেদন
KRC TIMES | Promotional