ট্যাবলেটগুলি মায়ানমার থেকে মিজোরাম হয়ে শিলচরে এসেছিল
কাছাড় জেলা সদর শিলচর শহরে বুধবার প্রায় এক কোটি টাকার ২৩ হাজার ৮০০টি নেশার ট্যাবলেট ‘ডব্লিউ ওয়াই’ বাজেয়াপ্ত করেছে পুলিশ। এগুলির সঙ্গে গ্রেফতার করা হয়েছে দুই ড্রাগস মাফিয়াকে। ধৃতদের জনৈক মেহবুব আলম এবং মিঠু পাল বলে শনাক্ত করা হয়েছে৷
জেলা সদর পুলিশ দফতর সূত্রের কাছে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিত বুধবার শহরের রাঙিরখাড়ি থানার পুলিশকে সঙ্গে নিয়ে সোনাই রোডের নাগাটিলা এলাকায় ডিএসপি ঐশ্বৰ্যজীবন বরুয়া নেশা কারবারিদের বিরুদ্ধে অভিযান চালিয়েছিলেন। ধৃত মেহবুব আলম মিঠু পালকে নেশার ট্যাবলেটগুলি হস্তান্তরের সময় তাদের ধরে ফেলেন ডিএসপি বরুয়া। সূত্রটি জানিয়েছে, ট্যাবলেটগুলি মায়ানমার থেকে মিজোরাম হয়ে শিলচরে এসেছিল। উদ্দেশ্য ছিল বাংলাদেশে পাচারের৷ মায়ানমারে তৈরি উদ্ধারকৃত ২৩,৮০০টি নেশার ট্যাবলেটগুলির স্থানীয় মূল্য প্ৰায় ৫০ লক্ষ টাকা হবে বলে পুলিশ অনুমান করলেও ওয়াকিবহাল মহলের মতে আন্তর্জাতিক বাজারে এগুলির মূল্য এক কোটি টাকার বেশি৷