কেন্দ্রীয় সরকারের ফিলড পাবলিসিটি ইউনিটের উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনীর সমাপ্তি দিবসে পুরস্কার বিতরণ করা হয়
শিলচর – কেন্দ্রীয় সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের অধীনস্থ ফিল্ড পাবলিসিটি ইউনিটের উদ্যোগে শিলচর এন আই টি তে অনুষ্ঠিত তিন দিনের চিত্র প্রদর্শনী শনিবার শেষ হয়েছে। আজাদী কী অমৃত এবং সু শাসনের নয় বছর তথা গরীব কল্যানের ওপর আয়োজিত তিন দিনের প্রদর্শনর সমাপ্তি দিবসে বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্য লাভ কারী কেন্দ্রীয় বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।