ধারা বৃষ্টির ফলে সৃষ্ট বন্যার জলে দাঁড়িয়ে শ্যামা মায়ের পুজো সম্পন্ন করেছেন শিলচর শহরের ২৬ নম্বর ওয়ার্ডের তপোবননগর যুবশক্তি উন্নয়ন কমিটি এবং এলাকার ভক্তরা।
গত দুদিনের ধারা বৃষ্টির ফলে সৃষ্ট বন্যার জলে দাঁড়িয়ে শ্যামা মায়ের পুজো সম্পন্ন করেছেন শিলচর শহরের ২৬ নম্বর ওয়ার্ডের তপোবননগর যুবশক্তি উন্নয়ন কমিটি এবং এলাকার ভক্তরা।
সোমবার আকাশ তুলনামূলক পরিষ্কার। তবে গত শুক্র থেকে শনিবার পর্যন্ত টানা বৃষ্টিপাতের দরুন কাছাড়-সহ সংলগ্ন জেলাগুলির কালীপূজার আনন্দে ভাটা পড়েছিল। এমতাবস্থায় অকাল বন্যাক্রান্ত তপোবননগর যুব শক্তি উন্নয়ন কমিটির পুজো মণ্ডপ সম্পূৰ্ণ ডুব গিয়েছিল৷ প্ৰতিবছরের মতো এবারও তপোবননগরের পূজাস্থলে আয়োজন করা হয়েছিল কালীপূজার৷ যথাসাধ্যে মণ্ডপকে সাজিয়ে তুলেছিলেন পুজোর উদ্যক্তারা৷ কিন্তু দুদিনের ধারা বৃষ্টির ফলে কোমর জল হয়ে যায় পুজোস্থানে৷ নিরুপায় হয়ে নৌকা দিয়ে মায়ের মূর্তি থেকে পূজার সামগ্ৰী মণ্ডপে নিয়ে কোনও রকম পুজো সম্পন্ন করেছেন কমিটি এবং এলাকার মায়ের ভক্তরা৷