বৃক্ষ পূজন ও রোপণের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে অভিযানের সূচনা করবে সবুজ সৈনিক মঞ্চ
শিলচর : বৃক্ষ পূজন ও রোপণের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে অভিযানের সূচনা করবে সবুজ সৈনিক মঞ্চ। বৃক্ষ বাচাও মূল মন্ত্র মঞ্চের। আগামী রবিবার সকাল সাড়ে সাতটায় শিলচর অন্নপূর্ণাঘাট সংলগ্ন নবনির্মিত সেতুর দুপাশে বৃক্ষ রোপণ করবেন সংস্থার পৃষ্ঠপোষক প্রাক্তন বিধায়ক কিশোর নাথ সহ বিশিষ্টজনেরা।
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এক কোটি বৃক্ষ রোপণের কার্যক্রম অমৃত বৃক্ষ আন্দোলনে সামিল হবে মঞ্চ ।মঞ্চের চলো যাই গাছ লাগাই অভিযানের সহযোগিতায় এখন অবধি এগিয়ে এসেছে কিশোর নাথ ফ্যান্স ক্লাব সহ একাধিক সংগঠন ও অসংখ্য সমাজসেবী বিশিষ্ট জন। বৃক্ষ রোপণের পর প্রতিপালনে ও গাছের দ্রুত বৃদ্ধিতে প্রয়োজনীয় জৈবিক সারে ব্যবস্থার একটা পরিকল্পনা নেওয়া হয়েছে।
দুধপাতিল এলাকার লোকজনদের সব্জি খোসা গোবর যত্রতত্র না ফেলে মঞ্চের হাতে তুলে দিয়ে বৃক্ষ আন্দোলনকে সহায়তা করার আবেদন জানান মঞ্চের কর্মকর্তারা। ওই অনুষ্ঠান সার্থক করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন মঞ্চ ও ফ্যান্স ক্লাব কর্মকর্তাদের আহ্বায়ক’রা।এদিনের সভায় উপস্থিত ছিলেন কিশোর নাথ ফ্যান্স ক্লাব সভাপতি শ্রাবন কুমার গোয়ালা, নেকবুল বড়ভূইয়া ও মঞ্চের পক্ষে উপস্থিত ছিলেন আহ্বায়ক জিতেন দাস, মণিভূষণ রায়, সুজিত দাস, অরবিন্দ দাস, মিঠুন দাস সহ অন্যান্যরা।
KRC TIMES | Promotional