তাদের কাছ থেকে নগদ ৩৯ লক্ষ টাকা ১টি ল্যাপটপ, ৮টি মোবাইল ও ৩টি লেজার সিট উদ্ধার করা হয়েছে
শিলচরের শিবাজিনগরে আইপিএল জুয়ার বিরুদ্ধে অভিযান চালিয়ে দুই কুখ্যাত আইপিএল বুকিকে গ্রেফতার করেছে কাছাড় পুলিশ। এ ছাড়া তাদের কাছ থেকে নগদ ৩৯ লক্ষ টাকা ১টি ল্যাপটপ, ৮টি মোবাইল ও ৩টি লেজার সিট উদ্ধার করা হয়েছে। ধৃতরা হল গৌতম রায় ও রূপম মোদক। তারা শিলচরের শিবাজি নগরে থাকেন বলে জানা যায় l দীর্ঘদিন ধরে শিলচরে আইপিএলে জুয়ার আসর চালাচ্ছিল গৌতম রায় । এদিন এক সাংবাদিক বৈঠক ডেকে পুলিশ সুপার নোমাল মাহাত্তা এখবর জানান।