অন্যদিকে ,বাজারের ব্যবসায়ীরা বিষয়টি নিয়ে ক্ষুব্ধ
শিলচর : শিলচর ন্যাশনাল হাইওয়ে রোডের ভিতরে থাকা মাছ ও সবজি বাজারটি আজ আদালতের নির্দেশে বন্ধ করে দেওয়া হয়,এই বাজারের জমিটি নিয়ে শিলচর আদালতে একটি মামলা চলছিল,সেই মামলায় জয়ী হওয়া জমির মালিককে বাজার সম্পূর্ণভাবে খালি করে দেওয়া উদ্দেশ্যে শিলচর আদালতের আধিকারিকেরা পুলিশ বাহিনী সঙ্গে নিয়ে বাজারটিকে দখল করে দেন। অন্যদিকে ,বাজারের ব্যবসায়ীরা বিষয়টি নিয়ে ক্ষুব্ধ।
এই বাজারের সঙ্গে সেখানে ব্যবসায়ী জড়িত রয়েছেন। এছাড়া বাজারের বাইরেও আরো কয়েকটা ব্যবসায়ী আছেন যারা এই বাজারের উপর নির্ভরশীল। তারা এখন এ বিষয়ে খুব প্রকাশ করে বলেন তাদের জীবন জীবিকা সব কিছুই বাজারের উপর নির্ভরশীল। এখনই বাজার চলে যাওয়ায় তারা কি করবেন। এ নিয়ে ব্যবস্থা নিতে তারা সরকারের কাছে দাবি জানিয়েছেন।