মেঘালয়ের পূর্ত বিভাগগ প্রায় ৮ ঘন্টা কসরৎ করার পর বিকেল ৩টা নাগাদ সুড়ঙ্গের সামনের ধস সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করতে সমর্থ হয়
শিলচর :ধস পড়ে প্রায় ৮ ঘন্টা বন্ধ থাকার পর আজ শুক্রবার বিকেল তিনটায় খুললো ৬ নম্বর জাতীয় সড়কের সোনাপুর সুড়ঙ্গ এলাকা। এদিন সকাল ৫ টায় সোনাপুরে ধস পড়ে বন্ধ হয়ে গিয়েছিল ৬ নম্বর জাতীয় সড়ক। দুপাশে দাড়িয়ে পড়তে বাধ্য হয় অনেক যানবাহন। মেঘালয়ের পূর্ত বিভাগগ প্রায় ৮ ঘন্টা কসরৎ করার পর বিকেল ৩টা নাগাদ সুড়ঙ্গের সামনের ধস সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করতে সমর্থ হয়l