অমৃতবাটিকা নির্মাণের জন্য অমৃত কলসে দেশের বিভিন্ন পঞ্চায়েতের বিভিন্ন ওয়ার্ড থেকে মাটি সংগ্রহ করে
শিলচর : স্বাধীনতার অমৃতমহোৎসব উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহবানে দেশব্যাপী মেরি মিট্টি মেরা দেশ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। অমৃতবাটিকা নির্মাণের জন্য অমৃত কলসে দেশের বিভিন্ন পঞ্চায়েতের বিভিন্ন ওয়ার্ড থেকে মাটি সংগ্রহ করে প্রথমে গুয়াহাটি নিয়ে দুইটি কলসের মধ্যে একটি কলস শহিদ কনকলতা বিদ্যালয় নির্মানের কাজে লাগনো হবে পরবর্তীতে আরেকটি মাটি ভর্তি কলস দেশের রাজধানী দিল্লিতে নিয়ে যাওয়া হবে অমৃত বাটিকা নির্মানের উদ্দেশ্যে।
বৃহস্পতিবার বিকেলে শিলচর মেহেরপুর জিপিতে আনুষ্ঠানিকভাবে “আমার মাটি আমার দেশ”এর কলস যাত্রার সূচনা হলো কাছাড়ের জেলা শাসক রোহন কুমার ঝাঁ এবং শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীর হাত ধরে শুরু হয়েছে। সেদিন বক্তব্যে কাছাড়ের জেলা শাসক রোহন কুমার ঝাঁ বলেন, কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের নির্দেশে”মেরি মিট্টি মেরি দেশ” কলস যাত্রা আগামী অক্টোবর পর্যন্ত চলবে,এই কলস যাত্রা হচ্ছে দেশর স্বাধীনতার জন্য শহীদদের সম্মান জানানো জন্য,এই কলস যাত্রায় জাতি-বর্ণ-ধর্ম নির্বিশেষে সবাইকে নিজের ঘরের মাটি বা যারা ফ্ল্যাটে বসবাস করেন উনার চাউল দিয়ে এই মহৎ কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার অনুরোধ জানান।
পরবর্তীতে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, “আমার মাটি আমার দেশ ” গ্ৰামের মানুষকে শহরের ও শহরের মানুষকে রাজ্যের এবং রাজ্যের মানুষকে দেশের সকল স্তরের মানুষের সাথে ঐক্যবদ্ধ করার প্রচেষ্টা চালাচ্ছেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও আসামের মুখ্যমন্ত্রী ডাঃ হিমন্ত বিশ্বশর্মা মহাশয়েরা।সেই সঙ্গে দেশের মাটি ও দেশবাসীকে বাঁচানোর জন্য আত্মবলিদানকারী শহীদদের সম্মান জানানোর জন্য সর্বস্তরের জনগণের জন্য এক সুবর্ণ সুযোগ এই কলস যাত্রা।
এদিন কাছাড়ের জেলা শাসক রোহন কুমার ঝাঁ ও বিধায়ক দীপায়ন চক্রবর্তী মেহের জিপিতে প্রায় একঘন্টা পায়ে হেঁটে মিছিলের মাধ্যমে মাটি সংগ্রহ করতে মানুষের ঘরে-ঘরে গিয়ে দুইটি কলসের মাটি নেন। সেদিন অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন মেহেরপুর জিপির প্রাক্তন সভাপতি দেবাশীষ রায় এবং অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর জিপির সভানেত্রী শিলু রানী সূত্রধর, আঞ্চলিক পঞ্চায়েত সদস্যা উমা রানী সূত্রধর,দুই জিপি সদস্য আলপনা চৌধুরী, অশ্বিনী সিংহা, কনকপুর জিপির সভানেত্রী সুস্মিতা পাল, শিলচর বিজেপি ব্লক মন্ডলের সভাপতি শ্যামল দেব,শিলচর ব্লক মন্ডল বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী শিল্পী দাস, কেম্পাউ রংমাই, ভোলানাথ চৌধুরী,আনন দাস সহ আরো অন্যান্যরা।