শিলচর | আর্থিকভাবে পিছিয়ে পড়া ও মেধাবীদেদের ৫০% স্কলার্শিপ দিচ্ছে হোলি ক্রাউন স্কুল

2 - মিনিট |

সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে দরিদ্র ও মেধাবী ছাত্রদের সাহায্যে নানা ধরনের প্রকল্প চালু করেছে স্কুল কর্তৃপক্ষ

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : আর্থিকভাবে পিছিয়ে পড়া ও মেধাবী ছাত্রদের সাহায্যে এগিয়ে এল হোলি ক্রাউন স্কুল। সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে দরিদ্র ও মেধাবী ছাত্রদের সাহায্যে নানা ধরনের প্রকল্প চালু করেছে স্কুল কর্তৃপক্ষ। বেসরকারি স্কুল মানেই মুনাফা কামানো নয়। অভিভাবকদের পকেট কাটা নয় ,একথা প্রমাণ করতে চাইছেন তারা।

গরিব ছাত্রদের বিভিন্ন স্কলারশিপ তারা দিচ্ছেন। সিবিএসই কারিকুলামে স্কুলটা তৈরি হয়েছে মাসিমপুরের কুমারপাড়ায় ‌। এখানে ছাত্রদের নম্বর বাড়াতে যে বিষয়গুলো সাহায্য করতে পারে সেই বিষয়গুলিকে কোর্সে অন্তর্ভুক্ত করা হয়েছে। এমন কিছু সাবজেক্ট এখানে রাখা হয়েছে ,যাতে ছাত্রছাত্রীরা বেশি নম্বর পেতে পারে।

স্কুলের অন্যতম ডিরেক্টর সুজিত চন্দ ও জবা চন্দ জানালেন, তাদের মূল লক্ষ্য হলো শিক্ষার ক্ষেত্রে স্বচ্ছতা নিয়ে আসা। দুজনেই শিক্ষক ,তাই শিক্ষকতার মাধ্যমে সমাজসেবার প্রয়াস হিসেবে স্কুল তারা পরিচালনা করতে চাইছে ন। যারা স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ছেলেমেয়েদের জন্য ৫০% স্কলারশিপ দেওয়া হচ্ছে। সমাজে পিছিয়ে পড়ার জন্য নানা ধরনের সুবিধা এই স্কুল দিচ্ছে।

মানবিক দৃষ্টিভঙ্গি থেকে গরিব ও মেধাবী ছাত্রছাত্রীদের তারা সাহায্য করতে চাইছেন। স্কুলের ফিজ ধার্য করা হয়েছে সেটা অত্যন্ত কম । ছাত্র-ছাত্রীদের পেশাগত উন্নতি কিভাবে করা যায় সেই লক্ষে তারা‌ কাজ করছেন। জব অরিয়েন্টেড, ভবিষ্যতে কাজে লাগে এমন বিষয়গুলিকে কোর্সে আনা হয়েছে ।যাতে অন্ততপক্ষে ছাত্র-ছাত্রীদের বেকার বসে না থাকতে হয় ‌।

সম্প্রতি গৌহাটি হাইকোর্ট একটি আদেশ দিয়েছে যে বেসরকারি বিদ্যালয় গুলিতে ২০ শতাংশ আসন গরিব ছাত্রদের জন্য কম খরচের সংরক্ষিত রাখতে হবে। কিন্তু এই স্কুল এই আদেশ আগে থেকেই পালন করে চলছে ন। এখানে যে সুবিধা গুলো দেওয়া হচ্ছে সেগুলি হল ডিজিটাল এসি ক্লাসরুম। অভিজ্ঞ ফেকাল্টিরা আছে ন। এ বছর সিবিএসই দশম শ্রেণীর ফলাফলে স্কুলের পাশের হার ১০০%।

স্কুলটি গুণগত উৎকর্ষতায় যেমন এগিয়ে আছে ঠিক তেমনি মেধাবী গরিব এবং সাধারণ ভিন্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের জন্য নানা সম্ভাবনার দার খুলে দিয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *