শিলচর | আর.পি.মেইকওভার একাডেমীর উদ্যোগে শিক্ষক দিবস পালন করা হয়

< 1 - মিনিট |

প্রশিক্ষক রাজ বর্মন সবাই ছাত্র-ছাত্রীদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে সবাইকে গুরুত্ব সহকারে শিক্ষা গ্ৰহনের অনুরোধ জানান

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : পাঁচ সেপ্টেম্বর ডাঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিবস তথা শিক্ষক দিবস উপলক্ষে সমগ্র ভারতবর্ষের বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে যথাযৌগ্য মর্যাদায় পালিত হয়। সেই সঙ্গে আজকে এইদিনে শিলচর মালুগ্ৰাম স্থিত মেইকভার আর্টিস একাডেমিতে প্রশিক্ষনার্থী ছাত্র-ছাত্রীরা প্রথমে মালুগ্ৰাম গার্লস হাইস্কুলে পরুয়া ছাত্র-ছাত্রীদের চকলেট ও মিষ্টি বিতরণ করেন এবং পরবর্তী সময়ে মেইকওভার আর্টিস একাডেমির কর্ণাধার তথা দুই প্রশিক্ষক রাজ বর্মন ও পিন্টু দাস দেরকে উত্তরীয় পরিয়ে হাতে স্মারক তুলে সম্মাণ জানান।

বক্তব্যে প্রশিক্ষক পিন্টু দাস বলেন,আজকে দিন যে কোনও শিক্ষকদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ দিন, মেইকআপ প্রশিক্ষনটা হলো একটি শিল্পকলা,এইটা শিখলে একজন মহিলা বা পুরুষ আত্মনির্ভর হওয়া যায় এবং আরেকজন প্রশিক্ষক রাজ বর্মন সবাই ছাত্র-ছাত্রীদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে সবাইকে গুরুত্ব সহকারে শিক্ষা গ্ৰহনের অনুরোধ জানান। এদিন উপস্থিত ছিলেন ভবতোষ রায়, শবনম লস্কর, স্নেহা দত্ত, সানি দাস, আনিসা দেবনাথ, পঞ্চমী দাস, মাহি রায়, সঙ্গীতা দাস, উমা দেবনাথ প্রমুখেরা।

শিলচর থেকে দ্বীপ দেবের প্রতিবেদন

বিজ্ঞাপন

যে শিক্ষার্থীরা তাদের নিবন্ধ, ভিডিও কনটেন্ট, ফটোগ্রাফ ইত্যাদি স্টুডেন্টস কর্নার সেগমেন্টে ( সম্পাদকীয় সিদ্ধান্ত গ্রহণের
সাপেক্ষে ) প্রকাশ করতে আগ্রহী, লিখতে পারেন,: Email; krctimes@gmail.com

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *