আম আদমি পার্টির কাছাড় জিলা কমিটি ডিলিমিটেশনের বিরুদ্ধে এককভাবে প্রতিবাদ জানায়
শিলচর : আম আদমি পার্টির কাছাড় জেলার পক্ষ থেকে রজত রাই জানান,আম আদমি পার্টির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় আসামে বা সর্বভারতীয় স্তরের যেকোনো নির্বাচনে এককভাবে লড়বে আম আদমি পার্টির প্রার্থীরা।৩ জুলাই সাগরিকা রিপোর্টৈ “আসা ইউনাইটেড অপোজিশন ফোরম”-ডিলিমিটেশনের বিরুদ্ধে প্রতিবাদী সভায় আম আদমি পার্টির নির্দেশ অনুযায়ী যোগদান করছে না ।
আম আদমি পার্টির কাছাড় জিলা কমিটি ডিলিমিটেশনের বিরুদ্ধে এককভাবে প্রতিবাদ জানায়।বরাকের ১৫ টি বিধানসভা চক্রকে কর্তন করে ১৩টি করাটা বরাক উপত্যকার সার্বিক উন্নয়নের ক্ষেত্রে বিরাটভাবে অশুভ সংকেত।আম আদমি পার্টির কাছাড় জেলার ইনচার্জ উমাপ্রদ লোহাং বলেন, কংগ্রেসের কুশাসন থেকে মুক্তি পেতে ভারতের জনগন বিজেপিকে ক্ষমতাসীন করেন কিন্তু আজ জনগন বিজেপির অপশাসনের বিরুদ্ধে এক বিকল্প দল চাইছে,আর আম আদমি পার্টির জন্ম হয়েছে জনগণের অধিকারের আদায়ের আন্দোলন থেকে,তাই আমাদের দল জনগণের অধিকার আদায়ের লড়াইয়ে এককভাবে সংগ্রাম চালিয়ে যাবে , আম আদমি পার্টি হচ্ছে জনগণের নৈতিক আদায়ের লড়াইয়ের একমাত্র রাজনৈতিক দল।
শিলচর থেকে দীপ দেবের প্রতিবেদন