সার্কেল অফিসার তাদের লিখিত আর্জি গ্রহণ করে আশ্বাস দেওয়ার পর প্রতিবাদ মুক্ত করেন ই রিক্সা চালকরা
শিলচর : শহরের ক্ষুদিরাম মূর্তি পাদদেশে বসে জেলাপ্রশাসনের টুকটুকের বিরুদ্ধে আচমকা হঠকারী সিদ্ধান্তে আর্থিক সংকটের সন্মুখীন হতে হচ্ছে বলে সমস্যার কথা তুলে ধরে ধর্না প্রদর্শন করেন পরিষদের কর্মকর্তারা।তাছাড়া জেলাশাসক আর্থিক দুর্বল টুকটুক চালকদের বৈষম্য করছেন বলেও চাঞ্চল্যকর অভিযোগ তুলে ধরেন ই রিক্সা পরিষদের পদাধিকারিরা। পরে প্রতিবাদ কার্যসূচী চলাকালীন সার্কেল অফিসার তাদের লিখিত আর্জি গ্রহণ করে আশ্বাস দেওয়ার পর প্রতিবাদ মুক্ত করেন ই রিক্সা চালকরা।