৫০ বছর থেকে তিনি ডি এস এর বিভিন্ন পদে ছিলেন- তাই এটাই তার শেষ নির্বাচন
শিলচর : এটাই শেষ নির্বাচন ।আর ডি এসএর কোন পদে প্রতিদন্দ্বিতা করবেন না বলে ঘোষণা! করলেন ,ডি এস এস সভাপতি বাবুল হোর।আজ শিলচর প্রেস ক্লাবে আয়োজিত মিট ডিপ্রেস অনুষ্ঠানে একটা জানিয়ে তিনি বলেন,৫০ বছর থেকে তিনি ডি এস এর বিভিন্ন পদে ছিলেন।তাই এটাই তার শেষ নির্বাচন।তিনি আর দাড়াব না।
ডি এস এ নির্বাচনে রাজনীতিবিদ দের নাক গলানো সম্পর্কে তিনি বলেন,ইটা হতেই পারে। বহু রাজনীতিবিদ শিলচর ডি এস একে সাহায্য করছেন। সন্তোষ মোহন দেব ,কবিন্দ্র পুরকায়স্থ,সবাই ছিলেন। তারা ডি এস একে সবসময সাহায্য করে গেছেন।তাই এটা কোন বিষয় নয় বলে তিনি মন্তব্য করেন। ডি এস এ নির্বাচন খেলোয়ার সুলভ মনোভাব নিয়ে তিনি করছেন বলে জানান তিনি।