শিলচর এনআইটি : প্রতিবাদে সোচ্চার আকসা,কড়া পদক্ষেপ না নিলে সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ারি কর্তৃপক্ষের বিরুদ্ধে তোপ দাগলেন নিরঞ্জন -রূপম

2 - মিনিট |

পড়ুয়াদের তাণ্ডবলীলা , উন্মত্ত আচরণের কড়া নিন্দা পড়ুয়া-ভর্তিতে সংরক্ষণ নীতির তীব্র বিরোধিতা

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : শিলচর এনআইটি-তে বহমান ঘটনা -প্রবাহের তীব্র নিন্দা ও ধিক্কার জানালো সারা কাছাড়-করিমগঞ্জ -হাইলাকান্দি ছাত্র সংস্থা।রবিবার, শিলচর প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে দুই আকসা উপদেষ্টা অধ্যাপক নিরঞ্জন দত্ত এবং রূপম নন্দীপুরকায়স্থ এনআইটি -র বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ে প্রতিবাদে সোচ্চার হন । বলেন , বরাক উপত্যকার আলো-বাতাস এ ভাবে বিষাক্ত হতে দেওয়া যায় না। অবস্থার দ্রুত উন্নতি না হলে আকসা চরম পন্থা গ্রহণ করতে বাধ্য হবে ।

নিরঞ্জন দত্ত স্পষ্টতই জানিয়ে দেন যে , শিলচর এনআইটি-তে অরাজকতা চরমে পৌঁছেছে । এর জন্য এনআইটি কর্তৃপক্ষের ব্যর্থতা অবশ্যই দায়ী । এনআইটি-তে পড়ুয়াদের যে হিংস্র দৃষ্টিভঙ্গির বহি:প্রকাশ বার বার ঘটছে , এর প্রতিকার বিধানে কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে পারেনি ।

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

ছাত্র-ছাত্রীরা যে ভাবে দিগভ্রান্ত , এর জন্য এনআইটি কর্তৃপক্ষ কোনও অবস্থায় দায় এড়াতে পারবে না। শিলচর এনআইটি-তে সব কিছুই তালগোল পাকিয়ে গিয়েছে । কড়া হাতে এর মোকাবিলা করতে না পারায় প্রযুক্তির এই জাতীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠান গুন্ডাবাজির ভয়ঙ্কর আখড়া হয়ে উঠছে । মার্জিত মেধাবী পড়ুয়ারা একেবারে নিরাপত্তাহীনতায় ভুগছেন , এটা বড় ধরনের অশনি সংকেত ।

রূপম নন্দীপুরকায়স্থ বলেন , ছাত্রের আত্মহত্যার ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক । কিন্তু এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে এনআইটি -তে যে তাণ্ডবলীলা হলো , এর নিন্দা জানানোর ভাষা নেই। সভ্যসমাজ কখনও তা অনুমোদন করতে পারে না। তিনি পরিষ্কার ভাষায় জানিয়ে দেন , শিলচর এনআইটি মাদক-নেশা সেবনের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে । এত বড় বিপর্যয় থেকে পড়ুয়াদের রক্ষা করতে পারেনি কর্তৃপক্ষ। ধীরে ধীরে সমূহ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে।

তাঁর আক্ষেপ , শিলচর এনআইটি একটি গর্বের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত । কিন্তু কিছু পড়ুয়ার ন্যক্কারজনক উন্মত্ততার জন্য এই প্রতিষ্ঠানের গরিমা ভূলুণ্ঠিত হচ্ছে । এটা কোনও অবস্থায় মেনে নেওয়া যায় না । যে ভাবে অধ্যাপক বিনয়কৃষ্ণ দাসের বাড়িতে পড়ুয়া নামধারী দুর্বৃত্তরা ভাঙচুর চালিয়ে তছনছ করেছে , অগ্নিসংযোগ করতে চেয়েছে , সেটা মধ্যযুগীয় বর্বরতা ছাড়া আর কিছুই নয় । এ ধরনের বিকৃতমস্তিষ্ক পড়ুয়াদের নিজেদের মা-বাবার প্রতি শ্রদ্ধাবোধ যদি থাকতো , তা”হলে শিক্ষক এ ভাবে হিংস্র আচরণের শিকার হতেন না ।

পুলিশ সুপার সহ আরও অনেকের উপর যে ভাবে হামলা চালানো হয়েছে , উদ্ভ্রান্ত ,অসভ্য মাদকাসক্তদের কাণ্ড-কারখানা ছাড়া এটা আর কী হতে পারে ! শুধু ক্ষমা চেয়ে নিলেই এ রকম গুরুতর অপরাধে অভিযুক্তরা পার পেয়ে যেতে পারে না । এর উপযুক্ত শাস্তি হওয়া উচিত । দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে এর পুনরাবৃত্তি ঘটতেই থাকবে ।

এনআইটি -কাণ্ডে সরকারি বিভিন্ন সংরক্ষণ নীতির তীব্র সমালোচনা করেন রূপম নন্দীপুরকায়স্থ । বলেন , সংরক্ষণের সুবাদেই তুলনামূলকভাবে কম যোগ্যতা সম্পন্নরাও এনআইটি -তে ভর্তি হওয়ার সুযোগ পেয়ে যান।কোটায় ভর্তি হয়ে গেলেও এনআইটি পাঠ্যক্রম রপ্ত করার মতো মেধা অনেকেরই নেই । তাই প্রথম থেকে পঞ্চম সেমিস্টারে উত্তীর্ণ হতে গিয়ে কারও কারও এমনকী চোদ্দো বিষয়ে “ব্যাক” থেকে যায়। ফলে স্বাভাবিকভাবেই একটা ভারসাম্যহীনতার ক্ষেত্র তৈরি হয়ে যায় ।

এ রকম উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি -প্রক্রিয়া সংরক্ষণমুক্ত করা হোক, জোরালো দাবি রূপমের । তিনি বলেন , এ রকম গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারকে নতুন করে মূল্যায়ণ করা উচিত । রূপমের । সাংবাদিক সম্মেলনে এ ছাড়াও ছিলেন আকসা আহবায়ক সাইদুর রহমান , রাজীব পাল, সুকোমল দাস, মধুমিতা দে , জয়শ্রী নাথ , আফসানা সদিয়ল, জান্নাত লস্কর , ফাতিমা লস্কর , সাথী দেব , অনিন্দিতা সাহা, শর্মিলা দাস প্রিয়াঙ্কা দাস, রিয়া মালাকার প্রমুখ ।

সাংবাদিক সম্মেলনে দুই আকসা উপদেষ্টা অধ্যাপক নিরঞ্জন দত্ত ও রূপম নন্দীপুরকায়স্থ । রয়েছেন অন্য কর্মকর্তারা। রবিবার , শিলচর প্রেস ক্লাবে

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *